IPO Launch: আজই বাজারে এল ভারতী হেক্সাকমের আইপিও। শুরু হল সাবস্ক্রিপশন। বিনিয়োগকারীরা বিড করতে পারবেন আগামী ৫ এপ্রিল পর্যন্ত। এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৫৪২ টাকা থেকে ৫৭০ টাকার মধ্যে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ধরা আছে ৫ টাকা। এর আগে গতকালই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে বাজারে আসার আগেই এই সংস্থা (Bharati Hexacom IPO) সংগ্রহ করেছিল ১৯২৪ কোটি টাকা। আইপিওতে বিনিয়োগ করতে গেলে এক লটে মোট ২৬টি ইকুইটি শেয়ার কিনতে হচ্ছে বিনিয়োগকারীদের।
শেয়ারের বিভাজন
জানা গিয়েছে এই সংস্থার শেয়ারের (Bharati Hexacom IPO) ৭৫ শতাংশ সংরক্ষিত আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত আছে ১৫ শতাংশ শেয়ার। আর খুচরো বিনিয়োগকারীরা এর মাত্র ১০ শতাংশ শেয়ারই কিনতে পারেন।
সংস্থার ব্যবসা কী
ভারতী এয়ারটেলের সহায়ক এই সংস্থা মূলত রাজস্থান, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা যোগাযোগ ও তথ্য সম্প্রচারের কাজ করে থাকে। উত্তর-পূর্ব টেলি-কমিউনিকেশন সার্কলটি এই সংস্থার অধীনে আছে। এই সংস্থা মূলত ফিক্সড লাইন টেলিফোন, ইন্টারনেট, কনজিউমার মোবাইল পরিষেবা দিয়ে থাকে। তবে এয়ারটেল নামের অধীনেই সমস্ত পরিষেবা দেয় এই সংস্থা।
আজ কেমন বিক্রি
বুধবার ৩ এপ্রিল ভারতী হেক্সাকম আইপিওর (Bharati Hexacom IPO) সাবস্ক্রিপশন শুরু হলেও বাজারে খুব একটা তাপ উত্তাপ দেখা যায়নি এদিন। এখনও পর্যন্ত ৩৪ শতাংশ সাবস্ক্রিপশন পেয়েছে এই সংস্থা। এর মধ্যে খুচরো বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ৪৮ শতাংশ, অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৩৬ শতাংশ সাবস্ক্রাইব করেছেন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাবস্ক্রাইব করেছেন ২৯ শতাংশ।
অফার ফর সেলে বিক্রি হবে
এই সংস্থার ৭.৫ কোটি ইকুইটি শেয়ারের সবটাই বিক্রি হবে অফার ফর সেলে। কোনও নতুন ইস্যু বাজারে ছাড়া হচ্ছে না। টেলিকমিউনিকেশনস ইন্ডিয়া হল এই সংস্থার শেয়ার হোল্ডার যে কিনা ৭.৫ কোটি ইকুইটি শেয়ার বিক্রি করবে বলে জানা গিয়েছে।
কত জিএমপি যাচ্ছে
আজ বুধবার আইপিও লঞ্চ হওয়ার পরেই গ্রে মার্কেটে ৫২ টাকা প্রিমিয়ামে ট্রেড করছে এই ভারতী হেক্সাকমের আইপিও। ধারণা করা হচ্ছে, ৫৭০ টাকার প্রাইসব্যান্ড থেকে বেড়ে ৬২২ টাকায় তালিকাভুক্ত হতে পারে এই শেয়ার। ৯.১২ শতাংশ বাড়তে পারে দাম, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)