কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) বছরেই গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে (Gardenreach Building Collapse) কার্যতই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা (KMC)। আর তারপরেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া নজর দেওয়া হচ্ছে। এদিকে এপ্রিলেই বেআইনি নির্মাণ (Illegal Construction) চিহ্নিত করতে অ্য়াপের সাহায্য নিচ্ছে KMC. ঠিক এমনই এক আবহে কড়া পদক্ষেপ নিল আদালত (HC)। বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বেআইনি আবাসনে অবিলম্বে জল-বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।  'বিতর্কিত আবাসনের ২ প্রোমোটার বিধাননগর এলাকায় কোনও নির্মাণ করতে পারবেন না', অন্তর্বর্তী নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা (Justice Amrita Sinha)।


ঠিক কী হয়েছিল ? 


মূল বিষয়টি হল-বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডেশান্তি নগর এলাকায় ৫ তলা আবাসন টি নির্মিত হয়েছিল। এবং সেটা পুরসভার তরফ থেকে কোনওরকম অনুমতি না নিয়েই নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। ফলত সেই পুরসভার নির্মাণকারীদের যে গুণগত মান, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তার প্রেক্ষিতেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে, ওই বেআইনি নির্মাণে অবিলম্বে জল-বিদ্যুৎ বন্ধ করতে হবে। 


কী নির্দেশ ?


পাশাপাশি দুই নির্মাতা আপাততভাবে বিধাননগরের এলাকায় কোনও ধরণের নির্মাণকাজ করতে পারবেন না। এবং ১২ এপ্রিলের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ১ কোটি টাকা জমা দিতে নির্দেশ ২ প্রোমোটারকে। ২ প্রোমোটারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা, নির্দেশ বিচারপতির।


'৩০ দিনের মধ্যে বাসিন্দাদের আবাসন খালি করার নির্দেশ'


৩০ দিনের মধ্যে বাসিন্দাদের আবাসন খালি করার নির্দেশ দিলেন বিচারপতি। আবাসন খালি হওয়ার পর পুরসভা বাড়ি ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে, নির্দেশ বিচারপতির। ২ প্রোমোটারের সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। 'কোর্টের অনুমতি ছাড়া ২ প্রোমোটার সম্পত্তি কেনাবেচা বা হস্তান্তর করতে পারবেন না', নির্মাণ যদি বেআইনি হয়, তবে ধুলোয় মিশিয়ে দিতেই হবে, মন্তব্য বিচারপতির।১৬ এপ্রিল পরবর্তী শুনানি।  
 


আরও পড়ুন, 'বাড়ির আশেপাশে ৮২টি ক্যামেরায় গতিবিধির রেইকি করা হচ্ছে', হাইকোর্টের দ্বারস্থ অর্জুন


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)