কলকাতা: এয়ারটেলে সাইবার অ্যাটাক? এয়ারটেল (Airtel India) গ্রাহকদের তথ্য কি এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে? এমনটাই দাবি করা হয়েছে এক হ্যাকারের তরফে। প্রায় ৩৮ কোটি এয়ারটেল ব্যবহারকারীর তথ্য না তিনি চুরি করেছেন সংস্থার সার্ভার থেকে এবং সেগুলি এখন খোলাবাজারে বিক্রি করা হবে। এই দাবি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসল এয়ারটেল। ভারতীয় এয়ারটেলের তরফে দাবি করা হয়েছে, তাঁদের তথ্যভাণ্ডারে কোনও হ্যাকার হানা হয়নি। এয়ারটেল গ্রাহকদের তথ্য কোনওভাবে চুরি যায়নি (Data Breach) বলে দাবি করেছে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাটি।
ভারতের অন্যতম বড় বেসরকারি টেলিকম পরিষেবাপ্রদানকারী সংস্থা এয়ারটেল। তাদের data breach হওয়া মানে বহু সংখ্যক ভারতীয়র একেবারে ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কবলে চলে যাওয়া। যদিও সংস্থা তরফে X হ্যান্ডেলে জানানো হয়েছে, তাদের তরফ থেকে সবরকম তদন্ত চালানো হয়েছে, কিন্তু দেখা দিয়েছে তাদের সার্ভারে (Data leak) কোনওরকম Data Breach হয়নি।
এর আগে একাধিক রিপোর্ট সামনে এসেছিল। সেখানে বলা হয়েছে হ্যাকার X হ্যান্ডেলে জানিয়েছে, প্রায় ৩৮ কোটি এয়ারটেল ব্যবহারকারীর ফোন নম্বর, ইমেল আইডি, ঠিকানা, আধার নম্বর এখন তাদের হাতের মুঠোয়, এই তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। যদিও গোটা দাবি নস্যাৎ করে ভারতী এয়ারটেল (Bharti Airtel) জানিয়েছে এই জল্পনা ছড়ানো হচ্ছে সংস্থার বদনাম করার জন্য, এমন কিছুই হয়নি।
সম্প্রতি টেলিকম পরিষেবা দেওয়া সংস্থাগুলি একের পর এক তাদের মোবাইল ট্যারিফ রেট (Mobile tarrif Rate) বাড়িয়েছে। এর ফলে অনেকটাই বেড়ে গিয়েছে রিচার্জের খরচ। এক একটি পরিবারে একাধিক ফোন সংযোগ রয়েছে। প্রয়োজনীয় কাজেই ফোনে ইন্টারনেট সংযোগ রাখতে হয়। ফলে সব মিলিয়ে এক ধাক্কায় বেড়েছে গৃহস্থালির খরচ, তা নিয়ে এখন সারা দেশে সাধারণ মানুষ নানা স্তরে ক্ষোভ প্রকাশ করছেন। তার মধ্যেই এয়ারটেলের মতো সংস্থার Data Breach-এর অভিযোগ নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পুরীর জগন্নাথধামের সঙ্গে জড়িয়ে বহু রহস্য-কাহিনি! এটা জানতেন?