BMW G310 RR vs TVS Apache RR310: বিএমডব্লু (BMW) সংস্থা তাদের নতুন স্পোর্টস বাইক (Sports Bike) লঞ্চ করেছে ভারতে। বলা হচ্ছে, এই বাইক আসলে Apache RR310 বাইকের একটি rebadged ভার্সান। সামান্য কিছু পরিবর্তন ছাড়া আর বিশেষ কোনও ফারাক নেই দুই বাইকের মধ্যে। ৩১২.২ সিসি- র ইঞ্জিন রয়েছে বিএমডব্লুর নতুন স্পোর্টস বাইক G 310 RR মডেলে। এই ইঞ্জিনের সাহায্যে ৩৪ এইচপি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। Apache বাইকের মতোই বিএমডব্লুর বাইকে রয়েছে ৬ স্পিড ওয়ান প্লাস গিয়ারবক্স। এর পাশাপাশি Apache বাইকের মতো বিএমডব্লু- র নতুন স্পোর্টস বাইকেও রয়েছে চারটি ভিন্ন রাইডিং মোড। সেগুলি হল- ট্র্যাক, স্পোর্ট, আর্বান, রেন রাইডিং মোড। এমনকি দুই বাইকের ওজনও (kerb weight) প্রায় একই, ১৭৪ গ্রাম।
এবার দেখে নেওয়া যাক সেইসব ফিচার এবং ডিজাইন, যা দুটো বাইকের মধ্যে কিছুটা পার্থক্য করেছে
- Apache বাইকের BTO ভার্সানে রয়েছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এই একই ফিচার রয়েছে বিএমডব্লু বাইকে, তবে রেয়ার প্যানেল বা পিছনের অংশে। তবে দুই বাইক দেখার দিকে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।
- রঙের দিক থেকেও Apache এবং বিএমডব্লু স্পোর্টস বাইকের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। বিএমডব্লুর বাইকের ক্ষেত্রে BMW G310 RR মডেলে ট্র্যাডিশনাল HP-livery Style Sport অপশন দেখা গিয়েছে। স্ট্যান্ডার্ড ব্ল্যাক ভার্সানের থেকে এর দাম কিছুটা বেশি। অন্যদিকে টিভিএস- এর Apache RR 310 বাইকও লঞ্চ হয়েছে দুটো আলাদা রঙে।
- টিভিএস এবং বিএমডব্লু, দুটো বাইকের ক্ষেত্রে TFT ডিসপ্লের ফিচারে রয়েছে কিছুটা ফারাক। এর পাশাপাশি পার্থক্য রয়েছে দুই বাইকের দামেও। টিভিএসের বাইক বিএমডব্লুর তুলনায় অন্তত ২০ হাজার টাকা সস্তা। তবে এ তো গেল স্ট্যান্ডার্ড ভার্সানের কথা। গ্রাহক যদি কাস্টোমাইজড টিভিএস Apache RR 310 বাইক কেনেন তাহলে তার দাম BMW G310 RR বাইকের BTO ভার্সানের থেকে খুব একটা কম নয়। অর্থাৎ ব্র্যান্ডের ফারাক হয়, দুই বাইকের দামে আকাশপাতাল পার্থক্য নেই। দুই বাইক দেখতে যেমন অনেকটা এক তেমনই ফিচার এবং দামে খুব বেশি ফারাক নেই।
আরও পড়ুন- লুক, ডিজাইন, ফিচার, আকার-আয়তনে তাক লাগাচ্ছে অডির নতুন গাড়ি, ভারতে দাম কত?