BMW THE i4: ভারতের বাজারে আরও একটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে এল BMW।  আগেই দেশে আইএক্স ও মিনি ইলেকট্রিকের মতো গাড়ি  এনেছে এই জার্মানির বিলাসবহুল গাড়ি-নির্মাতা। এবার কোম্পানি নিয়ে এসেছে BMW i4 ইলেকট্রিক সেডান। অটো ব্লগারদেরদের মতে, ভারতে এই ধরনের ইলেকট্রিক সেডান প্রথম আনল কোম্পানি।


BMW THE i4: রেঞ্জ কী, কত বড় ব্যাটারি গাড়িতে ?
এখানে মূল কথা হল 590km রেঞ্জ দেয় i4।  বিশাল 83.9 kWh ব্যাটারি প্যাকের কারণেই এই রেঞ্জ দেওয়ার ক্ষমতা ধরে এই ইলেকট্রিক সেডান। BMW I4 3 সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যাতে স্পোর্টি ডিজাইন ও স্টাইলিংয়ের পাশাপাশি কুপে লুক পাবেন ক্রেতা। স্ট্যান্ডার্ড 3 সিরিজের সঙ্গে তুলনা করলে গাড়িটি অন্য ধরনের দেখায়।


BMW THE i4: কেমন দেখতে গাড়ি ?
আই 4-এ বিশেষ স্টাইলিং দেওয়া হয়েছে। বিএমডব্লিউর এই গাড়িতে আপনি ফ্ল্যাশ ডোর হ্যান্ডেল ও সামনে বিশেষ নীল অ্যাকসেন্ট দেখতে পাবেন।চাকাগুলিও আলাদা, নতুন এয়ারো বিশেষ চাকা দিয়েছে কোম্পানি। সর্বাধুনিক আইড্রাইভ ইনফোটেইনমেন্ট সিস্টেম ও নতুন 12.3 ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও এতে পাবেন 14.9 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট। অন্যান্য বিলাসবহুল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সানরুফ, ক্লাইমেট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, 17 টি হারমন কার্ডনের স্পিকার-সহ অডিও সিস্টেম। এ ছাড়াও পাবেন আরও অনেক কিছু। 


BMW THE i4: গাড়ির পাওয়ার ও টপ স্পিড
I4 এর পিছন এক্সেল মোটর রয়েছে যা 340hp ও 430Nm টর্ক তৈরি করে। যার টপ স্পিড 190km/h এর মধ্যে সীমাবদ্ধ। একটি দ্রুত ডিসি চার্জার মাত্র 31 মিনিটের মধ্যে সেডানের 10-80 শতাংশ থেকে চার্জ করতে পারে। গাড়িটি স্ট্যান্ডার্ড হিসাবে 11kW চার্জার সহ বাজারে আসবে।


BMW i4: গাড়ির দাম কত ?
আই 4 এর দাম 69.90 লক্ষ টাকা রাখা হয়েছে। এই দামের ফলে প্রতিযোগী কোম্পানিগুলির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে এই সেডান। এক কথায় বলতে গেলে বিলাসবহুল ইভিগুলির সঙ্গে তুলনা করলে অনেক বেশি সাশ্রয়ী এই গাড়ি।


আরও পড়ুন : Motor Insurance Premium Hike: আরও বাড়বে গাড়ির খরচ, ১ জুন থেকে নতুন নিয়ম