নয়াদিল্লি: এবার বিলাসবহুল গাড়ির বাজারে নিজেদের X1 20i টেক এডিশন লঞ্চ করল BMW। চেন্নাই প্লান্টে তৈরি এই গাড়ির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ৪৩ লক্ষ টাকা। নতুন এই গাড়িকে স্পোর্টস অ্যাক্টিভিটি ভেহিকেল (SAV)বলেই প্রচারে নেমেছে জার্মান কার মেকার। 


সামনে থেকে কেমন দেখতে ?


ডিজাইন ল্যাঙ্গোয়েজে এবারও মাসকুলার লুক দিয়েছে BMW X1 20i। সামনের চওড়া বনেটে রয়েছে শার্প লাইন। চওড়া ক্রোম গ্রিলে এবারও দেখা গিয়েছে কিডনি গ্রিল। যা বরাবরই কোম্পানির ট্রেডমার্ক। হেডল্যাম্প ও ফগ ল্যাম্পেও রয়েছে এলইডি। যার ফলে গাড়ি চালু হতেই উজ্জ্বল আলোও ভরে যাচ্ছে রাস্তা।


সাইড প্রোফাইল


গাড়ির চটক বাড়াতে সরু লাইন দেওয়া হয়েছে সাইড প্রোফাইলে। ফলে অন্য এসইউভি-র থেকে আরও শার্প দেখাচ্ছে এই গাড়ি। পিছনে টেইল ল্যাম্পেও রাখা হয়েছে এলইডি ডিজাইন। একসঙ্গে জোড়া এক্সহস্ট টেইল পাইপ দেওয়া হয়েছে পিছনে। যা গাড়িকে আরও স্পোর্টি করে তুলেছে। ১৮ ইঞ্চির অ্যালোয় হুইল পুরো গাড়ির ডিজিইন বদলে দিয়েছে। এই বড় চাকার জেরে আরও বোল্ড দেখাচ্ছে গাড়িকে।


কেমন দেখতে কেবিন ?


বিলাসবহুল এসইউভির প্রায় সব ফিচার দেওয়া হয়েছে এই গাড়িতে। কেবিনের রঙ হাল্কা হওয়ায় স্পেস বড় দেখাচ্ছে।প্যানোরামিক গ্লাসরুফের সঙ্গে কেবিনে দেওয়া হয়েছে প্রিমিয়াম ফিচার। ইলেক্ট্রিক্যাল সিট অ্যাডজাস্টমেন্টের পাশাপাশি রয়েছ ৬টি অ্যামবিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থা। ড্রাইভার ও প্যাসেঞ্জার সিটের ক্ষেত্রে অ্যাডজাস্টেড সিট দেওয়া হয়েছে সব জায়গায়।


কী ফিচার রয়েছে গাড়িতে ?


কেবিনে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। যা ন্যাভিগেশন ও আই ড্রাইভ কন্ট্রোলার সাপোর্ট করে। সেন্ট্রাল টাচক্রিনে রয়েছে হে়ড আপ ডিসপ্লে। ভালো সাউন্ড সিস্টেমের জন্য কোম্পানি দিয়েছে ২০৫ ওয়াটের অডিও সিস্টেম। গাড়িতে প্যাডল শিফটারস ,ক্রুজ কন্ট্রোল ছাড়াও রয়েছে সেন্টার আর্মরেস্ট ও দুটো কাপ হোল্ডার। যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য রয়েছে রেকলাইনার সিটের সুবিধা। ফলে চাইলেই সিটে পিছনে হেলান দিতে পারবেন যাত্রীরা। বুট স্পেস এবার ৫০০ লিটার থেকে বাড়িয়ে ১৫৫০ লিটার করা যাবে। তবে সেক্ষেত্রে পিছনের সিট ভাঁজ করতে হবে গাড়ির।