কলকাতা : বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে বদল। শুক্রবার নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির ছেড়ে যাওয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের ৮টি পদেই বসেছেন তৃণমূলের বিধায়করা। মদন মিত্র, সুদীপ্ত রায়, হুমায়ুন কবীর, পান্নালাল হালদার, আব্দুল খালেক মোল্লা, রুকবানুর রহমান, তপন দাশগুপ্ত ও অশোক চট্টোপাধ্যায় স্ট্যান্ডিং কমিটির ৮ চেয়ারম্যানের পদে বসেছেন। রাজ্যের শাসক দলের পক্ষে মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান হিসেবে নিয়োগের পরই প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একযোগে বিজেপির আট বিধায়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।


অধ্যক্ষের দেওয়া তালিকা অনুযায়ী লেবার কমিটিতে মনোজ টিগ্গার জায়গায় চেয়ারম্যান মদন মিত্র। এস্টিমেটস কমিটির চেয়ারম্যান মিহির গোস্বামীর বদলে সুদীপ্ত রায়। কমিটি অন পেপার লে-র চেয়ারম্যান আনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর। সাবঅর্ডিনেট লেজিশলেশন কমিটিতে অশোক কীর্তনিয়ার জায়গায় পান্নানাল হালদার। কমিটি অন পাওয়ারে কৃষ্ণ কল্যাণীর বদলে আব্দুল খালেক মোল্লা। কমিটি অন ফিসারিসে নিখিল রঞ্জন দে-র বদলে রুকবানুর রহমান। পাবলিক ওয়ার্কস কমিটিতে বিষ্ণু প্রসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত এবংকমিটি অন টেকনোলজির চেয়ারম্যান দীপক বর্মনের জায়গায় অশোক চট্টোপাধ্যায়। অধ্যক্ষের নতুন চেয়ারম্যান ঘোষণা প্রসঙ্গে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‌ওনাদের অনুরোধ করছি, বৈঠকে উপস্থিত থাকার জন্য। পদত্যাগ না করতে আমরা অনুরোধ করেছিলাম। তারপরেও ওঁরা শোনেননি। আমি আবারও অনুরোধ করব প্রত্যাহারের জন্য। ওঁরা যখন কমিটির সদস্য থাকতে পারেন, তখন চেয়ারম্যান থাকতে কী অসুবিধা, বুঝলাম না। ২৬ জুলাই থেকে কমিটির বৈঠক শুরু হবে।’‌ 


একঝলকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানরা-



  • লেবার কমিটিতে মনোজ টিগ্গার জায়গায় চেয়ারম্যান মদন মিত্র।

  • এস্টিমেটস কমিটির চেয়ারম্যান মিহির গোস্বামীর বদলে সুদীপ্ত রায়।

  • কমিটি অন পেপার লে-র চেয়ারম্যান আনন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর।

  • সাবঅর্ডিনেট লেজিশলেশন কমিটিতে অশোক কীর্তনিয়ার জায়গায় পান্নানাল হালদার।

  • কমিটি অন পাওয়ারে কৃষ্ণ কল্যাণীর বদলে আব্দুল খালেক মোল্লা।

  • কমিটি অন ফিসারিসে নিখিল রঞ্জন দে-র বদলে রুকবানুর রহমান।

  • পাবলিক ওয়ার্কস কমিটিতে বিষ্ণু প্রসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত।

  • কমিটি অন টেকনোলজির চেয়ারম্যান দীপক বর্মনের জায়গায় অশোক চট্টোপাধ্যায়।