Share Market: ২০২৩-২৪ অর্থবর্ষে প্রচুর সংস্থা তাঁদের আইপিও এনেছে ভারতের শেয়ার বাজারে। এদের মধ্যে বেশ কিছু আইপিওতে মিলেছে বিপুল রিটার্ন। কিছু কিছু আইপিও (Multibagger IPO) সেভাবে পারফর্ম করেনি, কিন্তু অর্থবর্ষের শেষে এমন কিছু কিছু আইপিও এসেছে যেগুলি বিনিয়োগকারীদের ঘরে মোটা মুনাফা তুলে দিয়েছে। SME সেগমেন্টেও এমন একটি আইপিও (Bondada Engineering IPO) এসেছিল গত অর্থবর্ষে যা কোটিপতি বানিয়েছে বিনিয়োগকারীদের।


Bondada Engineering সংস্থার এই আইপিও কোটিপতি বানিয়েছে, দিয়েছে চমকে দেওয়া রিটার্ন। বড় বড় শেয়ারও এত কম সময়ের ব্যবধানে এই বিপুল রিটার্ন এনে দিতে পারে না। মাত্র ৮ মাস আগে বাজারে এসেছে এর আইপিও, আর এখন সেই সংস্থার শেয়ারেই মিলছে ১৪০০ শতাংশ রিটার্ন।


সর্বকালীন উচ্চতায় চলছে দাম


আজ শুক্রবারের সেশনে এই Bondada Engineering সংস্থার শেয়ারের দাম নতুন সর্বকালীন উচ্চতা তৈরি করেছে। ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ১১৯০ টাকা ছুঁয়ে ফেলেছে এই শেয়ার। তারপর কিছু কারেকশান আসে এবং শেয়ারের দাম নেমে আসে। তাও আজকের দিনে ১.১৯ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম।


মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই শেয়ার


গত ৫ দিনের হিসেব দেখলে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ১৬ শতাংশ। আর এক মাসেই সংস্থার শেয়ার বেড়ে গিয়েছে ৪০ শতাংশ। ফলে এই বছরও মাল্টিব্যাগার রিটার্ন এনে দিতে চলেছে Bondada Engineering। ২০২৪-এর শুরু থেকে ধরলে ইতিমধ্যেই এই সংস্থার শেয়ারে ১০০ শতাংশ রিটার্নের বেশি এসে গিয়েছে। বলা ভাল তিন মাসের মধ্যে ১৭৭ শতাংশ রিটার্ন এনেছে এই শেয়ার।


আইপিওর সাইজ কত ছিল


গত বছর এই সংস্থার আইপিও (Multibagger IPO) এসেছিল বাজারে। মাত্র ৪২.৭২ কোটি টাকার আইপিও এনেছিল এই সংস্থা। ৭৫ টাকা দাম ধার্য ছিল প্রতি শেয়ারে। সেখান থেকে এই শেয়ারের দাম ১৪৮৬ শতাংশ বাড়ে ৮ মাসের মধ্যেই। আইপিওর একটি লটে ছিল ১৬০০ শেয়ার। ফলে এর এক লট আইপিও কিনতে গেলে বিনিয়োগকারীদের খরচ করতে হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এবার সেই টাকা এখনকার হিসেবে বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার টাকা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Vodafone Idea FPO আসছে,কত টাকা প্রাইস ব্যান্ড ; কবে হবে লঞ্চ ?