India Maldives Issue: মালদ্বীপ-ভারত সম্পর্কের উত্তাপ এবার এসে পড়ল এই ট্রাভেল কোম্পানির ওপর। নীরবে মালদ্বীপের ফ্লাইট বুকিং শুরু করায় ইজমাইট্রিপ (easemytrip.com) কোম্পানির ওপর ক্ষোভ উগড়ে দিলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপ নিয়ে কোম্পানির আগের অবস্থান সম্পর্কে কটাক্ষ করতে ছাড়লেন না অনেকেই।


কোথা থেকে সমস্যার সূত্রপাত


সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরের সময় দুর্দান্ত কিছু ছবি শেয়ার করেছেন। যা নজরে এসেছে দেশবাসীর। কিন্তু, প্রধানমন্ত্রী মোদীর এই সফরকালে মালদ্বীপের কিছু মন্ত্রীর আপত্তিকর মন্তব্য দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করে। এর জেরে ভারত ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে উল্টোপথে চলতে শুরু করে।


এই সম্পর্কেট টানা পোড়েনে দেশের অনেক কোম্পানিও প্রধানমন্ত্রী মোদি ও দেশের সমর্থনে মালদ্বীপকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সবার আগে ছিল অনলাইন ট্রাভেল সংস্থা EaseMyTrip। যদিও কোম্পানি এখন নীরবে মালদ্বীপে ফ্লাইট বুকিং শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় সংস্থাটির এই পদক্ষেপ নজরে আসার সাথে সাথে নেটিজেনরা সংস্থাকে কটূক্তি করতে শুরু করেছে। 


EaseMyTrip ফ্লাইট এবং হোটেল বুকিং স্থগিত করেছে
প্রকৃতপক্ষে EaseMyTrip মালদ্বীপ বয়কট করে জানুয়ারিতে ফ্লাইট ও হোটেল বুকিং স্থগিত করে। সেই সময় দেশের সম্মানের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানায় সংস্থাটি। এখন এসব পরিসষেবা আবার চালু করা হয়েছে। কিন্তু, এটি করে কোম্পানিটি অনেক সমস্যায় পড়ে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই কোম্পানির এই পদক্ষেপকে কোম্পানির ভণ্ডামি বলতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একজন ব্যবহারকারী লিখেছেন যে-নেশন ফার্স্ট দাবি করা সংস্থা এখন তার পথ থেকে সরে এসেছে।  


কী বলছে কোম্পানি
কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও নিশান্ত পিত্তি নিজেই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন যে EaseMyTrip থেকে বয়কট এখনও অব্যাহত রয়েছে। মালদ্বীপের বয়কটের অবসান হলে আমরাও জানাব । নিশান্ত পিট্টি জানুয়ারিতে মিন্টকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে একটি দায়িত্বশীল সংস্থা হওয়ায় দেশের সম্মান যাতে কোথাও আঘাত না পায় তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। মালদ্বীপের অর্থনীতিতে পর্যটন একটি বড় ভূমিকা পালন করে। ভারতীয়দের সেখানে নিয়ে আসার ক্ষেত্রেও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। কিন্তু, এই মুহূর্তে আমরা আমাদের ব্যবসা নিয়ে নয়, দেশ নিয়ে ভাবছি।


Upcoming IPO: আগামী সপ্তাহে আসছে এই পাঁচ আইপিও, বিনিয়োগ করলে লাভ পাবেন ?