Stock Market: সোমের ছুটের প্রভাব পড়ল মঙ্গলেও। এই নিয়ে টানা চারদিন বুল রান দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে। বাজার বিশেষজ্ঞদের ধারণা , এবার কিছুটা কারেকশন মোডে যেতে পারে বাজার। সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে কিছুটা নামতে পারে নিফটি, সেনসেক্স। 


Share Market Update: আজ কেমন ছিল বাজার ? 
এদিনের ট্রেডিং সেশনে ভারতীয় স্টক মার্কেটে চমক দেখা গিয়েছে । আজ শেয়ারবাজারের সূচক রেকর্ড মাত্রায় পৌঁছেছে। দিনের ট্রেডিং সেশন শেষে BSE সেনসেক্স 383 পয়েন্ট বেড়ে 62,887 পয়েন্টের ঐতিহাসিক উচ্চতা ছুঁয়েছে। যেখানে NSE নিফটি 116 পয়েন্ট বেড়ে 18,678 পয়েন্টের সর্বকালীন রেকর্ড গড়েছে। তবে বাজার বন্ধ হওয়ার আগেই সেনসেক্স-নিফটি তার উপরের স্তর থেকে নেমে আসে। তা সত্ত্বেও প্রথমবারের মতো সেনসেক্স 177 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 62,681-তে বন্ধ হয়েছে  নিফটি 55.30 পয়েন্টের লাফ দিয়ে 18618 পয়েন্টে দৌড় থামিয়েছে। উভয় সূচকই এই প্রথমবার রেকর্ড পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market Update: আজ সেক্টরের অবস্থা
শেয়ারবাজারে আজ সবচেয়ে বড় পতন দেখা গেছে এফএমসিজি খাতের শেয়ারে। এ ছাড়া ব্যাঙ্কিং, আইটি, ফার্মা, মেটাল, জ্বালানি ও ভোগ্যপণ্য খাতের শেয়ারের দামও বেড়েছে। একই সঙ্গে ইনফ্রা, রিয়েল এস্টেট অটো সেক্টরের শেয়ারে বিক্রি দেখা গেছে। মিড-ক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিতেও প্রফিট বুকিং দেখা গেছে। নিফটির 50টি স্টকের মধ্যে 25টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে ও 25টি স্টক লোকসানের সঙ্গে তলানিতে গেছে৷ সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 15টি লাভের সঙ্গে ও 15টি লোকসানের সঙ্গে থেমেছে।


Stock Market: নিফটি ব্যাঙ্কের দিকে তাকিয়ে বাজার
বাজার বিশেষজ্ঞরা বলছেন,এখন সবার নজর রয়েছে নিফটি ব্যাঙ্কের দিকে। বর্তমানে ৪৩ হাজারে ওপরে রয়েছে নিফটি ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে প্রতিদিনই নয়া মাইলফলক গড়ে চলেছে ব্যাঙ্ক। তবে এবার কিছুটা কারেকশন মোডে যেতে পারে বাজার। সেই ক্ষেত্রে নিফটি ব্যাঙ্ক কমলে বাজারে তার প্রভাব পড়বে। তবে নিফটি ব্যাঙ্ক ফের ছুটলে দারুণ গতি দেখা যেতে পারে ইন্ডিয়ান স্টক মার্কেটে।শোনা যাচ্ছে, আগামী দিনে আমেরিকার ফেড রেট (রেপো রেট) কমিয়ে দিতে পারে ফেডারেল ব্যাঙ্ক। মূদ্রাস্ফীতি কমানোর জন্যই আগে ফেড রেট ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। শোনা যাচ্ছে, এবার সেই ফেড রেট ৫০ বেসিস পয়েন্টে কমে আসতে পারে। এই খবরেই বুম এসেছে মার্কিন বাজারে। ডাও জোনস, এস অ্যান্ড পি ছাড়াও ন্যাসড্যাকে বৃদ্ধি দেখা গিয়েছে।


আরও পড়ুন: Financial Rules Change: ১ডিসেম্বর থেকে এই বিষয়গুলিতে বদল, আপনার ওপর কী প্রভাব পড়বে