Tech News: এয়ারটেল (Airtel),জিও (Jio)থেকে আর পিছিয়ে থাকবে না BSNL। শীঘ্রই 5G পরিষেবা শুরু করবে কোম্পানি। নিজেই এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কবে থেকে শুরু হচ্ছে পরিষেবা ?


BSNL 5G Network: কী বলেছেন মন্ত্রী 
4G পরিষেবা চালু হয়নি এখনও। বেসরকারি টেলিকম পরিষেবার সঙ্গে প্রতিযোগিতায় এখনও অনেকটাই পিছিয়ে BSNL। যদিও খুব বেশিদিন এই পরিস্থিতি থাকবে না। শীঘ্রই বেসরকারি টেলিকম অপারেটরদের লড়াইয়ে নামবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই বিষয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, BSNL ২০০টি সাইটে 4G নেটওয়ার্ক চালু করেছে। আপাতত  তিন মাস ধরে এর পরীক্ষা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিদিন গড়ে ২০০টি সাইটে এই পরিষেবা চালু করা হবে।


5G সম্পর্কে কী আপডেট 
BSNL 4G চালু করা শুরু করেছে, তবুও এটি Airtel ও Jio থেকে অনেকটাই পিছিয়ে। বর্তমানে কোম্পানি 5G-র দিকে মনোযোগ দিয়েছে। যা নিয়ে মন্ত্রী জানান, সরকারও 5G পরিষেবার বিষয়ে আপডেট করতে চলেছে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ফোরজি চালু হবে। তারপরে 4G নেটওয়ার্ক 5G-তে আপগ্রেড করা হবে।


কেন্দ্রীয় মন্ত্রী অশ্বনী বৈষ্ণবের বক্তব্য
বৈষ্ণব বলেছেন, "বিএসএনএল যে গতিতে মোতায়েন করবে তাতে আপনি অবাক হবেন। তিন মাস পরীক্ষার পর আমরা প্রতিদিন ২০০টি সাইটে কাজ করব। এই গতি আমরা দ্রুত এগিয়ে নিয়ে যাব। বিএসএনএল নেটওয়ার্ক প্রাথমিকভাবে 4জি হবে। এটি সেই মতই কাজ করবে, কিন্তু খুব শীঘ্রই নভেম্বর-ডিসেম্বরের কাছাকাছি এটি ছোট সফ্টওয়্যার সমন্বয় সহ 5G হয়ে যাবে।


১ অক্টোবর 5G চালু হয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১ অক্টোবর দেশে 5G পরিষেবা চালু করেছিলেন৷ এই পরিষেবা চালু হওয়ার ৫ মাসের মধ্যে প্রথম ১ লক্ষ 5G সাইট চালু করা হয়েছিল৷  জিও ও এয়ারটেল ইতিমধ্যেই এই পরিষেবা দিচ্ছে। দুটি সংস্থাই বিএসএনএল থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। উভয় সংস্থাই 5G-র সঙ্গে দেশের প্রায় প্রতিটি অংশ কভার করছে।


সম্প্রতি দেশে নেওয়া হচ্ছে আরও একটি সাধু উদ্যোগ। ক্রেতা যখনই দোকানে কোনও পণ্য কিনতে যান তখনই দোকানদার তাদের মোবাইল নম্বর চান। মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করার পরেই দোকানদার আপনাকে বিল দেয়, তবে আগামী দিনে আপনাকে নম্বর দিতে হবে না। কেন্দ্রীয় সরকার শীঘ্রই এমন একটি পদক্ষেপ নিতে চলেছে, যার পরে গ্রাহকদের তাদের নম্বর শেয়ার করতে হবে না।


আরও পড়ুন : Mobile Number For Shopping: কেনাকাটার জন্য লাগবে না মোবাইল নম্বর, বাধ্য় করতে পারবে না স্টোর, সরকার আনছে এই নিয়ম