BSNL 5G SIM: সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। এক্স হ্যান্ডলে জনৈক নেটিজেন একটি ভিডিয়ো (Virak Video) পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি আধিকারিক অফিসে এসে পৌঁছেছে বিএসএনলের ৫জি সিম। এবার ৪জি নেটওয়ার্ক পরিষেবা চালু করার পাশাপাশি খুব দ্রুত ৫জি ইন্টারনেটও মিলবে বিএসএনএলে। বিএসএনএলের ৫জি ইন্টারনেট (BSNL 5G SIM) পরীক্ষা করার সময় কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রথম এই ইন্টারনেটের সাহায্যে ভিডিয়ো কল করেন, তিনি জানান দেশে শীঘ্রই শুরু হবে বিএসএনএলের ৫জি পরিষেবা (BSNL 5G Internet)। তবে বিএসএনএলের পক্ষ থেকে এই ৫জি সিম নিয়ে এখনও কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি।


সমাজমাধ্যমে ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি আধিকারিক দফতরে প্রচুর বিএসএনএলের ৫জি সিম (BSNL 5G SIM) এসে পৌঁছেছে। এগুলির সত্যতা যদিও এবিপি লাইভ যাচাই করেনি। তবে বলা হচ্ছে যে এই ভিডিয়োটি মূলত মহারাষ্ট্রের একটি বিএসএনএল সরকারি অফিসের।



জানা গিয়েছে দিল্লি, চেন্নাই এবং বেঙ্গালুরুর মত শহরে বিএসএনএলের এই ৫জি সিমের (BSNL 5G SIM) ট্রায়াল শুরু হবে। ট্রায়ল শেষ হলেই দেশের এই অন্যতম পুরনো টেলিকম অপারেটর সংস্থার পক্ষ থেকে গ্রাহকরা দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৩ মাসের মধ্যেই এই ট্রায়াল শুরু হবে। কেন্দ্র সরকার বিএসএনএলের ৭০০ মেগাহার্জ, ২২০০ মেগাহার্জ এবং ৩৩০০ মেগাহার্জ ও ২৬ গিগাহার্জ স্পেকট্রাম ব্যান্ড বরাদ্দ করেছে। এখন বিএসএনএল ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম ব্যান্ডেই ৫জি পরিষেবার ট্রায়াল শুরু করবে বলে জানিয়েছে।


এদিকে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে বিএসএনএলের গ্রাহকসংখ্যা (BSNL 5G SIM) পাল্লা দিয়ে বাড়ছে। এই সংস্থার ৪জি নেটওয়ার্ক এখন প্রস্তুত, তবে এবার ৫জি পরিষেবা শুরু করার দিকে নজর দিয়েছে সংস্থা। আগামী অক্টোবর মাসের মধ্যে সমস্ত শহরে মোট ৮০ হাজার এবং আগামী মার্চের মধ্যে আরও বাকি ২১ হাজার নেটওয়ার্ক টাওয়ার বসাবে বিএসএনএল। আর তারপরেই এই ৪জি টাওয়ারগুলিকে ৫জিতে স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Oppo Phones: ভারতে হাজির ওপ্পো-র নতুন ৫জি ফোন, কেনা যাবে ১৫ হাজার টাকার কমে, কী কী ফিচার রয়েছে?