Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৫জি ফোন (Oppo A3X 5G)। ওপ্পোর এই ৫জি স্মার্টফোনে (5G Phone) রয়েছে ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও এই ডিসপ্লের উপর রয়েছে Splash Touch টেকনোলজি, যার ফলে ভেজা হাতেও ফোন ব্যবহারে অসুবিধা হবে না। সহজে যাতে ফোনের ডিসপ্লেতে কোনও ক্ষতি হয়, তার জন্যে এই ফোনের স্ক্রিনের উপর রয়েছে twice-reinforced Panda glass protection সাপোর্ট। এছাড়াও ওপ্পো এ৩এক্স ৫জি ফোনে MIL-STD-810H shock resistance certification সাপোর্ট রয়েছে। অর্থাৎ ফোন যথেষ্ট শক্তপোক্ত, সহজে ক্ষতিগ্রস্ত হবে না। ওপ্পো- র এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট, ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনের লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৫জি ফোন। 


ভারতে ওপ্পো এ৩এক্স ৫জি ফোনের দাম 


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৪৯৯ টাকা। আগামী ৭ অগস্ট থেকে ওপ্পো এ৩এক্স ৫জি ফোনের বিক্রি শুরু হতে চলেছে। এই ফোন কেনা যাবে ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন রিটেল স্টোর থেকে। স্পার্কল ব্ল্যাক, স্টারি পার্পল এবং স্টারলাইট হোয়াইট- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৩এক্স ৫জি ফোন। এই ফোন কেনার সময় ক্রেতারা পাবেন নো-কস্ট ইএমআই পরিষেবা। ২২৫০ টাকা প্রতি মাসে কিস্তি দিতে হবে। অথাব পেতে পারে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অর্থাৎ ১৩৫০ টাকা পর্যন্ত ছাড়, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে। 


ওপ্পো এ৩এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 



  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • ওপ্পো-র নতুন ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে। 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14.0.1- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ওপ্পো এ৩এক্স ৫জি ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। 

  • ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে আইকিউওও জেড৯এস সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।