Telecom Company : বেসরকারি টেলিকম কোম্পানির ভিড়ে এবার উজ্জ্বল নক্ষত্র হতে চলেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL । দীর্ঘ ১৯ বছর পর লাভের মুখ দেখল এই সরকারি টেলিকম কোম্পানি (BSNL Q3 Result)। প্রকাশ্যে এল কোম্পানির ত্রৈমাসিক ফল। তবে কি এটাই মোদি ম্যাজিক (Modi Magic) ?


কত কোটি টাকা লাভ করেছে কোম্পানি
হিসেব বলছে,  BSNL ডিসেম্বর ত্রৈমাসিকে 262 কোটির নিট মুনাফা পোস্ট করেছে। প্রায় 17 বছর পর লাভের মুখ দেখেছে কোম্পানি। এই বিষয়ে মুখ খুলেছেন মোদি সরকারর মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার এই ফলকে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানির জন্য একটি উল্লেখযোগ্য টার্নিং পয়েন্ট বা সন্ধিক্ষণ বলে অভিহিত করেছেন। বর্তমানে ভাল পরিষেবা অফার ও গ্রাহক বেস সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। যার সুফল এসেছে হাতেনাতে।


কত কোটি গ্রাহক বেড়েছে BSNL-এ
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানি। কোম্পানির ফাইবার-টু-দ্য-হোম (FTTH) ও লিজড লাইন পরিষেবা 14-18 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখানেই শেষ নয়, গ্রাহক সংখ্যাও ডিসেম্বরে প্রায় 9 কোটিতে নিয়ে গেছে BSNL । জুনে এই সংখ্যা ছিল 8.4 কোটি।


১৭ বছরে এই প্রথমবার মুনাফা
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, আজ BSNL-এর জন্য ভারতের টেলিকম সেক্টরের যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিন। BSNL FY2024-25-এর তৃতীয় ত্রৈমাসিকে 17 বছরে প্রথমবার ত্রৈমাসিকে প্রফিট পোস্ট করেছে৷ হিসেব বলছে, শেষবার 2007 সালে BSNL ত্রৈমাসিক মুনাফা পোস্ট করেছিল। 


কী থেকে কত লাভ
 চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে নিট মুনাফা প্রায় ₹262 কোটিতে এসেছে। মোবিলিটি সার্ভিসের আয় 15 শতাংশ বেড়েছে। পাশাপাশি কোম্পানির ফাইবার-টু-দ্য-হোম (FTTH) রাজস্ব 18 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেখানে লিজড লাইন সার্ভিসের রাজস্ব আগের বছরের 3-এর তুলনায় 14 শতাংশ বেড়েছে। উপরন্তু, BSNL তার ফিন্য়ান্সিয়াল এক্সপেন্স ও গ্রস এক্সপেন্স বা ব্যয় গত বছরের তুলনায় ₹1,800 কোটির বেশি লোকসান কমিয়েছে। কোম্পানির EBITDA FY23-24-এর হিসাবে ₹1,100 কোটি থেকে প্রায় ₹2,100 কোটিতে দ্বিগুণ হয়েছে।


পরিষেবা বৃদ্ধিতে কত নতুন টাওয়ার বসাবে কোম্পানি
 BSNL বর্তমানে সারা দেশে সব গ্রাহকদের 4G পরিষেবা প্রদান করতে শুরু করেছে৷ ইতিমধ্যেই 100,000 টাওয়ারের মধ্যে প্রায় 75,000টি ইনস্টল করা হয়েছে। প্রায় 60,000 এর কাছাকাছি টাওয়ার জুনের মধ্যে বস যাবে বলে আশা করছেন যোগাযোগ মন্ত্রী। 


আরও পড়ুন এখানে :  SBI Fraud : 'SBI থেকে বলছি', এই ফোন এলেই সাবধান ! যাবে সব টাকা