Mobile Recharge Plan : বেসরকারি টেলিকম কোম্পানিগুলির (Telecom Company) সঙ্গে পাল্লা দিতে এবার সস্তার প্ল্য়ান আনল BSNL। এই প্ল্যানে (Mobile Recharge Plan) ৫০ দিনের মধ্যে আপনি পাবেন দৈনিক ২ জিবি করে ডেটা ছাড়াও আরও অনেক সুবিধা।
কত দিন পাবেন এই প্ল্যানের সুবিধা৩৪৭ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে কোম্পানি। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৫০ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। এর সঙ্গে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি SMS সুবিধাও পাওয়া যাচ্ছে। সম্প্রতি BSNL তাদের ১ টাকার ফ্রিডম অফারের মেয়াদ ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে।
প্রতিযোগিতার বাজার ধরতে কী করেছে কোম্পানিবেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতার জন্য BSNL একের পর এক নতুন প্ল্যান ও অফার ঘোষণা করছে। সম্প্রতি, কোম্পানি একটি ফ্রিডম অফার ও অনেক নতুন প্রিপেইড প্ল্যানও ঘোষণা করেছে। ইতিমধ্যে, কোম্পানি আরও একটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে , যেখানে আপনি ২৮ দিনের পরিবর্তে ৫০ দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানটি বিশেষ করে ভারী ডেটা ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। এর দাম অন্যান্য টেলিকম কোম্পানিগুলির তুলনায় অনেক কম। আসুন জেনে নেওয়া যাক এটি কোন প্ল্যান ও এর দাম কত...
BSNL এর 347 টাকার প্রিপেইড প্ল্যানআসলে, BSNL সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট শেয়ার করেছে। যেখানে এই প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। এই প্ল্যানটির দাম মাত্র 347 টাকা, যেখানে কোম্পানি পুরো 50 দিনের মেয়াদ দিচ্ছে। এছাড়াও, এই দুর্দান্ত প্ল্যানটি প্রতিদিন 2GB ডেটা অফার করছে, যা একে আরও অন্যদের থেকে আলাদা করে তুলছে।
এছাড়াও, এই প্ল্যানটি সীমাহীন কলিংয়ের সুবিধাও দিচ্ছে। যার অর্থ আপনি যত খুশি কথা বলতে পারবেন। এছাড়াও, এই আশ্চর্যজনক প্ল্যানটিতে, প্রতিদিন 100 টি SMS এর সুবিধাও পাবেন। আপনাকে জানিয়ে রাখি যে BSNL এর 4G পরিষেবাও কিছু এলাকায় চালু হয়েছে, যার অর্থ আপনি এখন আরও ভাল ইন্টারনেট গতি পাবেন।
BSNL এর 1 টাকার ফ্রিডম অফারশুধু তাই নয়, BSNL তাদের 1 টাকার ফ্রিডম অফারের মেয়াদও বাড়িয়েছে। হ্যাঁ, কোম্পানি এটি ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে। আসলে, এই অফারের আওতায়, সরকারি কোম্পানি মাত্র এক টাকায় একটি নতুন সিম কার্ড ও বিনামূল্যে রিচার্জ দিচ্ছে। এছাড়াও, আপনি এতে ৩০ দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানে সীমাহীন স্থানীয় ও জাতীয় ভয়েস কলও থাকবে। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০টি এসএমএস সুবিধাও থাকবে। তবে, এই অফারটি নতুন ব্যবহারকারীদের জন্য দেওয়া হচ্ছে।