Provident Fund Limit: জুলাই মাস শুরু হয়ে গিয়েছে। এই মাসেই দ্বিতীয় সপ্তাহে সম্ভবত বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে (Budget 2024) কী কী খাতে কী পরিবর্তন হবে, তা নিয়ে অনেকের মনেই নানারকম আশা রয়েছে। কর ছাড়, পেট্রোল ডিজেলে জিএসটি আরোপ ইত্যাদির পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডেও এবার বড় বদল আসতে চলেছে বাজেটে (Union Budget 2024), এমনটাই মনে করা হচ্ছে। এতদিন পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) সীমা ছিল ১৫ হাজার টাকা, কয়েক দশক ধরে একইরকম বিধি রয়েছে। এবার সেই সীমা বাড়াতে চলেছে কেন্দ্র এবং বাজেটে তা ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৫ হাজারের সিলিং বাড়িয়ে ২৫ হাজার করা হবে বলে মনে করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এ বিষয়ে একটি প্রস্তাবও তৈরি করেছে বলে জানা গিয়েছে সূত্রের খবরে।
প্রভিডেন্ট ফান্ড কী
প্রভিডেন্ট ফান্ড সাধারণত একটি সঞ্চয় এবং অবসরকালীন ফান্ড যা কিনা কেন্দ্র সরকারের অধীনে পরিচালিত হয়। চাকরিজীবীরাই মূলত এই ফান্ডে বিনিয়োগের সুবিধে পান। অবসরকালীন সময়ে চাকরিজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সুরক্ষা খাতের একটি উদ্যোগ এই প্রভিডেন্ট ফান্ড। মনে করা হয় চাকরিজীবীদের জন্য এটাই অন্যতম সুরক্ষিত নিরাপদ বিনিয়োগের মাধ্যম এবং এর মাধ্যমে কর ছাড়েও বেশ কিছু সুবিধে পাওয়া যায়। অবসরকালীন সময়ে প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে বিপুল আর্থিক সহায়তা পান চাকরিজীবীরা।
প্রভিডেন্ট ফান্ডে কী সংশোধনের প্রস্তাব এসেছে
প্রভিডেন্ট ফান্ডের এই সংশোধনের মাধ্যমে কেন্দ্র সরকার সামাজিক সুরক্ষার পরিসর আরও বড় করতে চাইছে। এর আগে শেষবার ২০১৪ সালে কেন্দ্র সরকার চাকরিজীবীদের 'কনট্রিবিউশন সিলিং' প্রভিডেন্ট ফান্ডের জন্য বাড়িয়ে ৬৫০০ টাকা থেকে ১৫ হাজার টাকা করেছিল। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল এই নিয়ম। এই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড মিসলেনিয়াস প্রভিশন অ্যাক্ট, ১৯৫২ (EPF Act) অনুসারে সংস্থা এবং সংস্থার কর্মী উভয়েই ১২ শতাংশ করে ইপিএফে বিনিয়োগ করবে। এক্ষেত্রে কর্মীর কন্ট্রিবিউশনের পুরোটাই যেখানে ইপিএফে জমা হয়, তবে সংস্থার অবদানের ৮.৩৩ শতাংশ ইপিএস স্কিমে এবং বাকি ৩.৬ শতাংশ পিএফে জমা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Union Budget 2024: চড়া দামে ধুঁকছে ব্যবসা! সোনায় কমুক GST-শুল্ক, বাজেটে আশায় ব্যবসায়ীরা