নয়াদিল্লি : 'প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।' আজ অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Union Finance Minister Nirmala Sitharaman)। তিনি জানান, 'নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না।' লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ। দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। কাজেই, একাধিক আশা-প্রত্যাশা প্রথম থেকেই ছিল। বিশেষ করে নজর ছিল কর ছাড়ের বিষয়ে। কর ছাড়ে কি সুরাহা মিলবে মধ্যবিত্তের ? এনিয়ে নানা জল্পনার মধ্যে আজ অর্থমন্ত্রী ঘোষণা করলেন, 'গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।'


কর কাঠামো নিয়ে যা যা বললেন অর্থমন্ত্রী-



  • আগের তুলনায় প্রত্যক্ষ কর অনেক গুণ বেড়েছে। এই প্রত্যক্ষ কর দেশের উন্নয়নের কাজে লাগবে

  • করদাতাদের অভিনন্দন জানাচ্ছি। ৭ লক্ষ টাকা অবধি বার্ষিক আয়ে কোনও আয়কর লাগবে না

  • আমরা ২৬এস চালু করেছি, যাতে করদাতাদের সুবিধা হয়। কর্পোরেট ট্যাক্স কমিয়ে করা হয়েছে ২২ শতাংশ

  • পরোক্ষ করে জিএসটি, সংস্থাগুলির ওপর থেকে চাপ কমিয়েছে।  ৯৪ শতাংশ ব্যবসায়ী মনে করছেন, যে জিএসটির নতুন প্রকল্পে যাওয়া সম্ভব। জিএসটির কর সংগ্রহ দ্বিগুণ হয়েছে এবং এর ফলে রাজ্যগুলো লাভবান হয়েছে

  • কর সংক্রান্ত যে সব মামলা ঝুলে আছে, যেগুলো সৎ কর দাতাদের চিন্তার কারণ হচ্ছে। এর ফলে ১ কোটি করদাতা লাভবান হচ্ছেন।