Nirmala Sitaharaman: হাতে রয়েছে আর কয়েকটা দিন। ২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaharaman)। তার আগে মঙ্গলবারই হয়ে গেল চূড়ান্ত প্রস্তুতি পর্ব। নর্থ ব্লকের কর্মীদের সঙ্গে 'হালুয়া' অনুষ্ঠানে (Halwa Ceremony) উপস্থিত থেকে বাজেট পর্বের সূচনা করে দিলেন অর্থমন্ত্রী (Finance Ministry)। 


কী এই ঐতিহ্যবাহী 'হালুয়া' অনুষ্ঠান
মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট 2024-25-এর জন্য বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 'হালুয়া' অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ঐতিহ্যবাহী 'হালুয়া' অনুষ্ঠানটি দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সদর দফতরে অনুষ্ঠিত হয়েছিল। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় লোহার পাত্র থেকে মন্ত্রকের কর্মীদের হলুয়া বিতরণ করেন। এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সহ সচিব, আধিকারিক এবং বাজেট প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


কেন এই অনুষ্ঠান করা হয়
 হালুয়া অনুষ্ঠান হল একটি প্রথাগত রীতি যাতে ঐতিহ্যবাহী মিষ্টি ‘হালুয়া’ প্রস্তুত করা হয় এবং বাজেট তৈরির সঙ্গে জড়িত অর্থ মন্ত্রকের কর্মী ও কর্মচারীদের পরিবেশন করা হয়। এটি নর্থ ব্লকের বেসমেন্টে  হয়, যেখানে অর্থমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে অর্থমন্ত্রী বাজেট প্রেসের একটি রাউন্ডও নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রস্তুতি পর্যালোচনা করেন।


এবারও  কাগজবিহীন বাজেট
পূর্ববর্তী তিনটি পূর্ণ কেন্দ্রীয় বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন, 2024-25 পূর্ণ কেন্দ্রীয় বাজেটও কাগজবিহীন আকারে বিতরণ করা হবে। বার্ষিক আর্থিক বিবৃতি (সাধারণত বাজেট হিসাবে পরিচিত), সংবিধান নির্ধারিত অনুদানের দাবি (ডিজি), ফিনান্স বিল ইত্যাদি সহ সমস্ত কেন্দ্রীয় বাজেটের নথি, ঝামেলা-মুক্ত করার জন্য "ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে" পাওয়া যাবে বাজেট অ্যাক্সেস।


'লক ইন পিরিয়ড' থেকে মুক্তির পরই হালুয়া ?
হালুয়া অনুষ্ঠান হল একটি প্রথাগত অনুষ্ঠান যা বাজেট প্রস্তুতির "লক-ইন" প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান চলাকালীন অর্থ মন্ত্রকের রান্নাঘরে হালুয়া  প্রস্তুত করা হয়। প্রথাগত রীতি অনুসরণ করে এই ভারতীয় মিষ্টান্নটি বাজেট তৈরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত সকলকে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী বাজেট পেশ না করা পর্যন্ত কর্মকর্তারা অর্থ মন্ত্রকে থাকেন।


এই লক-ইন প্রক্রিয়া আসন্ন বাজেটের গোপনীয়তা বজায় রাখার জন্য শুরু হয়েছিল। সংসদে পেশ করার আগে কোনও আর্থিক নীতি ফাঁস বা গোপনীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই বাজেট ছাপা হয়। গোপনীয়তা নিশ্চিত করতে গোয়েন্দা ব্যুরো প্রধান নর্থ ব্লকের বেসমেন্টে প্রিন্টিং প্রেস এলাকায় হানা দেয়। 'হালুয়া' রীতিটি কয়েক দশক ধরে অনুসরণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ বা বিশেষ কিছু শুরু করার আগে মিষ্টি কিছু খাওয়া ভারতীয় ঐতিহ্য বা রীতির অঙ্গ। এটি বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত সকলের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার অঙ্গ হিসাবে দেখানো হয়।


আরও পড়ুন BSNL Recharge Plans: অন্যদের থেকে ১০০০ টাকা কম, বিএসএনএল দিচ্ছে ৩৯৫ দিনের এই প্ল্যান