EV Charging: দেশে ইতিমধ্যেই বর্ষা এসে গিয়েছে। আর এই ঝড়-জলের দিনে যাদের বাড়িতে বৈদ্যুতিন গাড়ি রয়েছে বা বৈদ্যুতিন বাইক রয়েছে, তাদের মনে কিছু প্রশ্ন উঠে আসে। বৃষ্টির দিনে কি গাড়ি চার্জ দেওয়া উচিত ? বা বৃষ্টির সময় গাড়ি কীভাবে চার্জ দিলে কোনও ক্ষতি হবে না ? ভারতের বাজারে ক্রমেই বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে। পেট্রোল ডিজেল চালিত (EV Charging in Rains) গাড়ির থেকে মানুষ এখন এই বৈদ্যুতিন গাড়ি কেনার দিকেই ঝুঁকছে বেশি করে। এখন বৃষ্টির মধ্যে আপনার বৈদ্যুতিন গাড়িটি যদি চার্জ দেন, তাহলে কী ক্ষতির আশঙ্কা ?


বৃষ্টিতে বৈদ্যুতিন গাড়ি চার্জে দেওয়া আদৌ নিরাপদ


বৃষ্টির সময় গাড়ি চার্জ দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবে সাবধানতা অবলম্বন করলে চার্জ দেওয়ার সময় যে কোনও রকম দুর্ঘটনা থেকে বাঁচা যায়। ভারতের বাজারে লঞ্চ করার আগে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িগুলি নানারকম পরীক্ষার মধ্য দিয়ে পাঠানো হয়। একইসঙ্গে দেখা হয় গাড়ির চার্জার এবং অ্যাডাপ্টর যে কোনও আবহাওয়ায় ভালমত কাজ করতে সক্ষম কিনা। এইসব গাড়িতে ব্যবহার করা হয় দারুণ সব প্রযুক্তি। উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করা হয় যার কারণে আপনি এমনিতেই নানাবিধ সমস্যা থেকে বেঁচে যাবেন। এই গাড়ির যন্ত্রাংশগুলিকে জলনিরোধক হিসেবে বানানো হয়েছে। জল, ধুলো এবং মাটিতেও একইভাবে কাজ করতে সক্ষম এইসব যন্ত্রাংশ।


দ্বিগুণ নিরাপত্তা


যে কোনও বৈদ্যুতিন গাড়ি নির্মাতা তাঁর গাড়ির চার্জারকে জলনিরোধক হিসেবেই তৈরি করে। কারণ এই ধরনের গাড়ি সমস্ত আবহাওয়াতেই ব্যবহার করা হয়। এই চার্জারে অন বোর্ড সেন্সর ব্যবহার করে দ্বিগুণ নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এর মানে যদি কোনও কারণে এই গাড়ির চার্জার কাজ না করে, চার্জারটি পাওয়ার সাপ্লাই কাট অফ না করে তাহলে অন বোর্ড স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সাপ্লাই সংযোগ ছিন্ন করে দেয়। এর ফলে আপনার বৈদ্যুতিন গাড়ি নিরাপদ থাকে।


মাথায় রাখতে হবে এই বিষয়


বৈদ্যুতিন গাড়ি চালানোর সঙ্গে সঙ্গেই যাতে গাড়ির চালকেরা চার্জে না দেন, সেই অনুরোধ করা হয়। এতে ক্ষতির সম্ভাবনা থাকে। কারণ গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে গাড়ির ব্যাটারি গরম হয়ে যায়, তারপর সঙ্গে সঙ্গে চার্জে দিলে ব্যাটারি আরও গরম হতে পারে এবং তা থেকে বিস্ফোরণও হতে পারে।


বর্ষার দিনে এমন জায়গায় রেখে গাড়ি চার্জ দিতে হবে যেখানে ব্যাটারিতে সরাসরি বৃষ্টির ফোঁটা না পড়ে। ছায়াযুক্ত বা শেডযুক্ত এলাকায় আপনার গাড়ি চার্জ দিতে পারেন আপনি। এতে বর্ষায় বৈদ্যুতিন গাড়ি সংক্রান্ত কোনও দুর্ঘটনা ঘটবে না।


আরও পড়ুন: Royal Enfield: এবারে সস্তায় মিলবে রয়্যাল এনফিল্ড ! আসছে ২৫০ সিসির নতুন বাইক


Car loan Information:

Calculate Car Loan EMI