নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মোটামুটি ভাবে লোকসভা ভোটের আগে গত ১০ বছরে মোদি সরকার বিভিন্ন ক্ষেত্রে কী কী উন্নয়নমূলক কাজ করল, তার একটা তালিকা তুলে ধরলেন সীতারমন। সেই সঙ্গে দিলেন ভবিষ্যৎ পরিকল্পনার একটা রূপরেখা। পড়াশোনা থেকে চাকরি, স্বাস্থ্য থেকে শিল্প, সব বিষয়েই মোদু সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন তিনি । তাঁর বাজেট বক্তৃতায় উঠে এল নারী শক্তির উন্নতির কথা। অর্থমন্ত্রীর ৪ থেকে ৫ টি পয়েন্টে উল্লেখ করলেন গত ১০ বছরে বিজেপি সরকার মহিলাদের উন্নয়নে কী কী করেছে। গুরুত্ব দিলেন মহিলাদের স্বনির্ভর হওয়ার বিষয়টি। সেই সঙ্গে স্বাস্থ্যের কথা বলতে গিয়েও নারীস্বাস্থ্যের দিকটি গুরুত্ব দিলেন। জানালেন, এবার সার্ভাইক্যাল ক্যান্সার রুখতে টিকাকরণে জোর দেওয়া শুরু হয়েছে ও আগামীতেও হবে। টিকাকরণে জোর দেওয়া হচ্ছে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের । নির্মলা এদিন বলেন, ' নারীদের ক্ষমতায়ন আমাদের লক্ষ্য। ৩০ লক্ষ মুদ্রা যোজনা বরাদ্দ করা হয়েছে। মহিলাদের অন্তর্ভূক্তি আরও বেড়েছে। এখন মহিলাদের ৪৩ শতাংশ অন্তর্ভূক্তি ঘটেছে। একই সঙ্গে কর্মজগতে অনেক বেশি অন্তর্ভূক্ত হচ্ছেন। '
গ্রামীণ এলাকায় পিএম আবাস যোজনায় বহু মানুষ উপকৃত। বাড়ি পেয়েছেন গ্রামাঞ্চলের মানুষ। এর বড় অংশ মহিলা। ফলে তাঁদের আত্মসম্মান বৃদ্ধি পেয়েছে।'
নারীশক্তির জয়গান গাইতে গিয়ে কী কী বললেন অর্থমন্ত্রী ?
- আমাদের সরকার মহিলাদের সামাজিক সুরক্ষা দিতে বদ্ধপরিকর।
- আমরা তিন তালাক প্রথা রদ করেছি।
- মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণের ব্যবস্থা করেছি।
- ১০ বছরে উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণের হার বেড়েছে ২৮ শতাংশ।
- কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান বেড়েছে।
কেন্দ্রীয় বাজেটে দেশের মহিলাদের নিয়ে ভাবনা নিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য, '২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই অন্তর্বতীকালীন বাজেট আমাদের জন্য় ঐতিহাসিক। মহিলাদের নিজেদের রোজগার বাড়ানোর জন্য় লাখপতি দিদি আজকে ১ কোটি যাচ্ছে, সেটা ২ থেকে ৪ কোটি করারকথা বলা হয়েছে। মহিলাদের মাতৃত্বকালীন যে বাজেট ঘোষণা ছিল, সেটাকে আরও বৃদ্ধি করা হয়েছে। এবং পোষণ অভিযান বাচ্চাদের সেগুলোকে দেখা হচ্ছে। বিশেষ করে যারা ক্য়ানসার সারভাইকাল আছেন, তাঁদের জন্য় বিশেষ করে ভ্য়াকসিনের ব্য়বস্থা করা হচ্ছে ১৯ থেকে ৪০ বছরের মহিলাদের জন্য়। আবাস যোজনায় বিশেষ করে গ্রামীণ জায়গায় মহিলাদের সর্বক্ষেত্রে তাঁর নাম যাতে আবাস যোজনায় থাকে, সেটাও পুরোপুরিভাবে ফুল ফিল করার জন্য় এই সরকার এগিয়ে চলেছে। '
এছাড়াও কেন্দ্রীয় সরকার এবার গ্রামে গ্রামে ঘুরে কাজ করা আশা-কর্মীদের জন্যও বিশেষ সুবিধের কথা ঘোষণা করেছেন বাজেটে। সীতারামন তাঁর কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় বললেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে এবার পাবেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা।
'পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না'