Budget Expectations: কাল বাজেট পেশ, দেখে নিন, অর্থমন্ত্রীর কাছে কী কী দাবি রাখছে স্টার্টআপগুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2020 10:49 AM (IST)
এবার তাদের দাবি, ব্যক্তিগত করের হার কমানো হোক, যাতে কর মেটানোর পর হাতে থাকা টাকার পরিমাণ বাড়ে, কমানো হোক জিএসটি।
Corporate Business, Indian, Office - Group of Customer Service Executives Attending Calls at a Busy Call Centre
নয়াদিল্লি: আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। অর্থনীতির এই ঝিমিয়ে পড়া অবস্থায় অক্সিজেন জোগাতে পারে আগামীকালের কেন্দ্রীয় বাজেট। বিভিন্ন ক্ষেত্র আশা করছে, তাদের জন্য অর্থমন্ত্রীর হাতে কিছু না কিছু জাদুকাঠি থাকবে, স্টার্টআপও ব্যতিক্রম নয়। এবার তাদের দাবি, ব্যক্তিগত করের হার কমানো হোক, যাতে কর মেটানোর পর হাতে থাকা টাকার পরিমাণ বাড়ে, কমানো হোক জিএসটি। স্টার্টআপ ক্ষেত্রের গুরুত্ব ও সম্ভাবনা বুঝে স্টার্টআপ ইনিশিয়েটিভ চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। এমনই এক স্টার্টআপ ইনফিনিটি স্পেসেস-এর মালিক বিশু গোয়েল বলেছেন, ভারতের বাজার দ্রুত গতিতে বাড়ছে, নিয়মিত মাথা তুলছে নতুন নতুন স্টার্টআপ। এই পরিস্থিতিতে নতুন সংস্থাগুলিকে সাহায্য করার জন্য জিএসটি কমাক কেন্দ্র, কারণ তা সংস্থার বাজেটে সরাসরি প্রভাব ফেলে। এছাড়া বেশি করে করছাড় দেওয়া হোক বিনিয়োগকারীদের, যাতে স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে। গোয়েলের বক্তব্য, ব্যবসায় নেমে তাঁরা দেখেছেন, অফিস স্পেসের চাহিদা রোজ রোজ বাড়ছে, চালু হচ্ছে নতুন নতুন স্টার্টআপ। অফিস কিউবিকলে বসে টানা কাজ করতে নতুন প্রজন্ম আগ্রহী নয়, ফ্লেক্সিবল অফিস স্পেস চায় তারা। এই পরিস্থিতিতে কোন কোন ক্ষেত্রে নতুন ব্যবসার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে আলোকপাত করতে সরকারের এগিয়ে আসা উচিত, নতুন বিনিয়োগকারীদের পথ দেখাক তারা। এর ফলে দেশে কর্মসংস্থান বাড়বে, অর্থনীতিও সুদিনের মুখ দেখবে বলে তিনি মনে করছেন।