কলকাতা :  জনমুখী নয়, এবারের  বাজেট হল শুধুই 'N'-মুখী। বাজেট পেশের পরই সরব হল তৃণমূল। তৃতীয় মোদি সরকার বাজেটে ২ প্রধান শরিক, বিহারের JDU এবং অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টিকে খুশি করার জন্য হল  কল্পতরু। আর, বাংলার ভাঁড়াড় রইল শূন্যই। দাবি তৃণমূলের। বাজেট নিয়ে হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সোজাসুজি তৃণমূল লিখল,  এই বাজেট অন্ধ্র - বিহার বাজেট ( Andhra-Bihar Budget) । তৃণমূলের তরফে কুণাল ঘোষ থেকে শতাব্দী রায়, সকলেই ঠারেঠোরে বুঝিয়ে দেন, এই বাজেট নীতীশ ও চন্দ্রবাবুর মন রাখার বাজেট । বাংলা এবারও এই বাজেট থেকে কিছুই পেল না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়ও সেই সুর। সরাসরি তিনি বললেন, এই বাজেট 'সম্পূর্ণ ব্যর্থ বাজেট' 


কী প্রতিক্রিয়া মমতার? 


অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাজেট নিয়ে সরাসরি নিশানা করলেন মোদি সরকারকে । বললেন, '১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট'।


কী বললেন অভিষেক ?


অভইষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, এই বাজেটে স্পষ্টতই পক্ষপাতিত্ব করা হয়েছে। বঞ্চিত হয়েছে বাংলা। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে বাংলার প্রাপ্তির ঘড়া শূন্য। ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, মোদি সরকার তার দুই গুরুত্বপূর্ণ শরিকের মন রাখতে এই বাজেটে হাত উপুড় করে দিয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশকে। এখানেই থামেননি তিনি। অভিষেক বলেন, অন্য রাজ্যকে দিতেই পারে, কিন্তু বাংলা বঞ্চিত কেন ! অভিষেকের আক্রমণ ,'বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত করে রেখেছে। এটা নতুন কিছু নয়। এই যে বারোজন সাংসদ পাঠিয়েছে তার নিট ফল শূন্য'। 


এই প্রসঙ্গে অভিষেক টেনে আনেন কয়েকদিন আগে শুভেন্দুর বলা একটি মন্তব্যের কথা। বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন,'যো হামারে সাথ, হাম উনকে সাথ।' বাজেটে তারই প্রতিফলন হয়েছে বলে মনে করছেন তিনি।  


আরও পড়ুন :


আয়কর কাঠামোয় বিরাট পরিবর্তন, বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন, কাদের কত আয়কর দিতে হবে ?      


নীতীশ , চন্দ্রবাবুর রাজ্যের জন্য বাজেটে কল্পতরু কেন্দ্র, বড় আর্থিক প্য়াকেজ ঘোষণা