নয়া দিল্লি: আজ মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। লোকসভা ভোটের আগে মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ। নতুন সংসদ ভবনে সকাল ১১টায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোরারজি দেশাইয়ের পর টানা ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা। 


এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি প্রকল্পে কি বাড়তি বরাদ্দ হবে? একাধিক অর্থনীতি বিশ্লেষকদের মত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি - এর অধীনে বাড়তে পারে বরাদ্দ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধি ঘোষণা করেছিল, যে প্রকল্পের অধীনে দেশের কৃষকরা প্রতি বছর ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য পায়। এবছর তা ৯ হাজার হতে পারে। 


পাশাপাশি কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২২-২৫ লক্ষ কোটি টাকা ঘোষণা করতে পারে মোদি সরকার।                                           


অন্যদিকে, বাজারে ইতিমধ্যেই পর্যাপ্ত কৃষি স্টার্ট-আপ রয়েছে । এই অন্তর্বর্তীকালীন বাজেটে প্রকৃতপক্ষে কৃষকদের উপকার করার জন্য এই স্টার্ট-আপগুলিকে বিনিয়োগে উৎসাহিত করার ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।                              


আরও পড়ুন, লোকসভা ভোটের বছরে কর কাঠামোয় ছাড় দেবে মোদি সরকার? নজর সীতারমণের অন্তর্বর্তী বাজেটের দিকে


সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবর্ষে কৃষি ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে মোট কৃষি ঋণ দেওয়া হয়েছিল ২১.৫৫ লক্ষ কোটি টাকা। যা এই সময়ের জন্য নির্ধারিত ১৮.৫০ লক্ষ কোটি টাকার থেকে বেশি ছিল। হিসেব অনুযায়ী, গত ১০ বছরে কৃষি ও সংশ্লিষ্ট কাজে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 


কৃষি-ঋণের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে মোদী সরকার। যোগ্য কৃষকেরা যাতে সহজে ঋণ পেতে পারে, তার উদ্যোগ নিয়েছে।                                                                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে