বাজেটের আগে আপনাদের কাছ থেকে পরামর্শ চাইছেন প্রধানমন্ত্রী, দেখুন কীভাবে মতামত জানাবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jan 2020 09:06 PM (IST)
বাজেটের আগে অর্থনীতিবিদ, শিল্পপতি, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি ২০২০-২১ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে নাগরিকদের কাছ থেকে পরামর্শ চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রীয় বাজেটে ১৩০ কোটি ভারতীয়র উচ্চাশার প্রতিফলন দেখা যায়। বাজেটের মাধ্যমেই উন্নতির পথ দেখানো হয়। আপনারা MyGovIndia-এ কৃষি, শিক্ষা সহ বাজেটের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারেন।’ দেশে আর্থিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি, গাড়ি বিক্রি কমে যাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এবারের বাজেট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাজেটের আগে অর্থনীতিবিদ, শিল্পপতি, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। আজ তিনি দেশের আর্থিক অবস্থা নিয়ে নীতি আয়োগের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, আর্থিক অবস্থার উন্নতির বিষয়ে বিশেষজ্ঞদের মতামত মন দিয়ে শুনেছেন মোদি। এর আগে তিনি রতন টাটা, গৌতম আদানি, সজ্জন জিন্দল, মুকেশ অম্বানীর মতো শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন। এবার আমজনতার কাছ থেকেও পরামর্শ চাইছেন প্রধানমন্ত্রী।