দেশে আর্থিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি, গাড়ি বিক্রি কমে যাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে এবারের বাজেট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাজেটের আগে অর্থনীতিবিদ, শিল্পপতি, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। আজ তিনি দেশের আর্থিক অবস্থা নিয়ে নীতি আয়োগের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, আর্থিক অবস্থার উন্নতির বিষয়ে বিশেষজ্ঞদের মতামত মন দিয়ে শুনেছেন মোদি। এর আগে তিনি রতন টাটা, গৌতম আদানি, সজ্জন জিন্দল, মুকেশ অম্বানীর মতো শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন। এবার আমজনতার কাছ থেকেও পরামর্শ চাইছেন প্রধানমন্ত্রী।