নয়াদিল্লি: আজ বাজেট পেশ করার সময় সরকারের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে দীনানাথ কউল নাদিমের লেখা কাশ্মীরি কবিতা আবৃত্তি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, ‘আমাদের দেশ ফুলে ভরা শালিমার বাগের মতো, আমাদের দেশ ডাল লেকে ফোটা পদ্মের মতো। আমাদের দেশ তরুণদের গরম রক্তের মতো। আমার দেশ, আপনার দেশ, আমাদের দেশ দুনিয়ার সবচেয়ে প্রিয়।’

এরপর এই লাইনগুলি অনুবাদ করে তিনি বলেন, ‘আমরা যা করছি, বাজেটের মাধ্যমে যা বলছি এবং সরকার যে কাজ করছে সবটাই আমাদের দেশের জন্য।’

১৯১৬ সালে শ্রীনগরে জন্ম হয় দীনানাথের। তিনি ইংরাজি, হিন্দি, উর্দু ও কাশ্মীরি ভাষায় শতাধিক কবিতা লেখেন। কবিতা সংকলনের জন্য তাঁকে সাহিত্য অ্যাকাডেমি সম্মান দেওয়া হয়। আজ তাঁর একটি কবিতাই শোনা গেল অর্থমন্ত্রীর গলায়। অতীতেও বাজেট পেশ করার সময় রেলমন্ত্রী ও অর্থমন্ত্রীরা কবিতা আবৃত্তি করেছেন। এবারও তার ব্যতিক্রম হল না।