Budget 2021 Highlights LIVE: ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Union Budget 2021 Key Highlights LIVE Updates: অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট করোনা অতিমারীর জেরে তছনছ হয়ে যাওয়া অর্থব্যবস্থাকে ফের জোড়া দেওয়ার কাজ শুরু করবে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Feb 2021 10:30 PM
'এই বাজেট দিশাহারা, সবকিছু বিক্রি করে দেওয়াই লক্ষ্য কেন্দ্রের' কেন্দ্রীয় বাজেটকে আক্রমণ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের
অসংগঠিত ক্ষেত্রের কোনও কিচ্ছু নেই বাজেটে, বললেন মুখ্যমন্ত্রী
'বিমার টাকা পাবেন তো ? হয়তো নোটবন্দির মতো ব্যাঙ্কবন্দি করে দেবে' বাজেট নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
ভেকধারী সরকারের ফেকধারী বাজেট, শিলিগুড়িতে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বাজেটকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাজেটের পর ঊর্ধ্বমুখী সেনসেক্স




বাজেটের পর সেনসেক্স বাড়ল ২২১৪ পয়েন্ট, নিফটি বাড়ল ৬২৬ পয়েন্ট।
'সংস্কারমুখী, সদর্থক বাজেট'




এই বাজেট পরিকাঠামো ক্ষেত্রে পরিবর্তন আনবে। করদাতাদের উপর চাপ যত দূর সম্ভব কমাতে হবে। চাল ডাল গম কিনতে দ্বিগুণের বেশি বরাদ্দ হয়েছে। ভাবা হয়েছে কর্মসংস্থানের কথা। বললেন প্রধানমন্ত্রী।
বাজেটকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী




এই বাজেট জনগণের প্রতি দায়িত্বশীল। এতে দেশের আত্মনির্ভর হয়ে ওঠার পথনির্দেশ রয়েছে। এই দশকের প্রথম কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কোনও সংস্থা প্রভিডেন্ট ফান্ড দেরিতে জমা দিলে জরিমানা হবে না, জামাকাপড়, চামড়ার জিনিসের দাম বাড়বে, মোবাইল, চার্জারের দাম বাড়বে। গাড়ির যন্ত্রাংশের দাম বাড়বে।
Budget 2021 Highlights:
লৌহ ইস্পাতের ওপর আমদানি শুল্ক কমানো হচ্ছে। ২০২২ পর্যন্ত এই আমদানি শুল্ক কমানো হল। তামা রিসাইকলের জন্য স্ক্র্য়াপের ওপর আমদানি শুল্ক ২.৫ শতাংশ কমানো হল।
র সিল্কের ওপর আমদানি শুল্ক বাড়ানো হল।
Budget 2021 Key Highlights:

সোনা ও রুপোর ওপর আমদানি শুল্কে কিছুটা পরিবর্তন হল। প্যানেল বোরিং মেশিনের ওপর কাস্টমস ডিউটি বাড়ানো হল।
নাইলন ফাইবার, রাসায়নিকের ওপর আমদানি শুল্ক কমানো হল।
লৌহ ইস্পাতের ওপর আমদানি শুল্ক কমানো হচ্ছে। ২০২২ পর্যন্ত এই আমদানি শুল্ক কমানো হল। তামা রিসাইকলের জন্য স্ক্র্য়াপের ওপর আমদানি শুল্ক ২.৫ শতাংশ কমানো হল।
মোবাইল ফোন শিল্পের ওপর ২.৫ শতাংশ রফতানি কর।
কাঁচা মালের ওপর কাস্টমস ডিউটি কমানো হল। যে ৪০০টি পুরনো ছাড় রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করা হবে।
স্টার্ট আপদের জন্য আরও বাড়ানো হল ট্যাক্স হলিডে। এই খাতে ক্যাপিটাল গেনসের ছাড় আরও বাড়ানো হল।
নতুন ফ্ল্যাট কিনলে দেড়লক্ষ টাকা আয় করে ছাড়
২০২২ অর্থবর্ষ পর্যন্ত অ্যাফর্ডেবল হাউসিং ট্যাক্স হলিডে। পরিযায়ী শ্রমিকদের জন্য সহজে বাড়ি ভাড়া প্রকল্প।
ইনফ্রা ডেট ফান্ড, জিরো কুপন বন্ড।
টিডিএস থেকে বাদ দেওয়া হল ডিভিডেন্ট পেমেন্ট।
অনাবাসীদের যাতে দ্বিগুণ কর দিতে না হয়, তাই নিয়ম পাল্টানো হবে।
চাইলে ৩ বছরের মধ্যে ট্যাক্স অ্যাসেসমেন্ট রিওপেন করতে হবে। ৫০ লক্ষ বা তার বেশি কর বাকি রয়েছে সেই সব কেস রিওপেন করতে চিফ কমিশনারের অনুমতি লাগবে।
৭৫ বছরের বেশি বয়সীদের জন্য সুদের ওপর সম্পূর্ণ ছাড়, ৭৫ বছর বেশি বয়সীদের আইটি রিটার্ন জমা দিতে হবে না।
Union Budget 2021 Highlights:
কর ব্যবস্থাকে স্বচ্ছ করতে, করদাতাদের চাপ কমাতে হবে। করোনার কারণে বিলগ্নীকরণে দেরি হচ্ছে। ৭৫ বা তার থেকে বেশি বয়সীদের ইন্টারেস্ট ইনকামের ওপর সম্পূর্ণ ছাড়।
রাজ্য়গুলি ধার করতে পারবে ৪ শতাংশ পর্যন্ত।
আর্থিক ঘাটতি ৯.৫ শতাংশ। এটা মেটাতে সরকার বাজার থেকে ৮০,০০০ কোটি টাকা তুলবে।
চা শিল্পের জন্য বরাদ্দ ১০০০ কোটি টাকা।
ন্যাশনাল কমিশন ফর অ্য়ালায়েড হেলথকেয়ার নিয়ে আসছি।
৪,০০০ কোটি টাকা বরাদ্দ গভীর সমুদ্রের সম্পদ সন্ধানে।
ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন ইন্টারনেটের তথ্য নিয়ে আসবে ভারতীয় ভাষাগুলিতে।
উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য জনকল্যাণ তহবিল।
জাতীয় গবেষণা ফাউন্ডেশনের জন্য বরাদ্দ ৫০, ০০০ কোটি টাকা। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এখানে গবেষণা হবে। ডিজিটাল লেনদেনের জন্য বরাদ্দ আরও ৫০০০ কোটি টাকা।
সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে অংশীদারিত্ব হচ্ছে কর্মী প্রশিক্ষণ ক্ষেত্রে। জাপানিদের সঙ্গেও চুক্তি হচ্ছে।
শিডিউলড কাস্টদের জন্য বরাদ্দ বাড়ছে, উপকৃত হবেন ৪ কোটি মানুষ।
লাদাখে যাতে সকলে উচ্চ শিক্ষা পায় তাই বরাদ্দ করা হচ্ছে। ট্রাইবাল এরিয়াগুলিতে ৭৫৮টি নতুন বিদ্যালয়।
তৈরি হবে উচ্চ শিক্ষা কমিশন। এদের আওতায় থাকবে বিশ্ববিদ্যালয়, কলেজগুলি।
১৫,০০০ স্কুলকে নয়া শিক্ষা নীতির আওতায় আনা হচ্ছে। অন্যান্য স্কুলগুলিও র ফলে উপকৃত হবে।
চালু হচ্ছে নয়া প্রকল্প স্ট্যান্ড আপ ইন্ডিয়া
৩২ টি রাজ্যে চালু হবে প্রকল্পটি।
পরিযায়ী শ্রমিকদের জন্য এক দেশ, এক রেশন কার্ড।
আধুনিক মৎস্য চাষের জন্য বন্দর দরকার, তাই বরাদ্দ বাড়াচ্ছি।
কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা, এর মধ্যে মৎস্য চাষীরাও রয়েছেন।

Budget 2021 Speech LIVE:

এমএসপিকে কস্ট অফ প্রডাকশনের দেড়গুণ দেওয়া হবে। দেওয়া হবে নূন্যতম সরকারি মূল্য হিসাবে। ৭৫ হাজার কোটি টাকা কৃষকদের দেওয়া হল। ৪৩.৬ লক্ষ কৃষক এর ফলে উপকৃত হয়েছেন।
এয়ার ইন্ডিয়া, পবনহংস, বিপিসিএল-এর বেসরকারিকরণ

Budget 2021 LIVE:
যে সব সরকারি সংস্থা লোকসানে চলছে তা বিক্রি করা হোক। এর ফলে ১ লক্ষ ৭৫,০০০ কোটি টাকা পাওয়া যাবে।
আমরা রাজ্যগুলিকে বলছি যে বিপুল পরিমাণ জমি পড়ে আছে বিক্রি করতে। তাতে যে টাকা পাওয়া যাবে তা বিনিয়োগ করা যাবে।
এলআইসির শেয়ার বাজারে বিক্রি করা হবে, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে
ছোট কোম্পানির সংজ্ঞা বদলানো হল, ৫০ লাখ থেকে বাড়িয়ে ২ কোটি টাকা যাদের ক্যাপিটাল তাদের ছোট কোম্পানি বলব।
ডিক্রিমিনালাইজেশন অফ লিমিটেড লায়াবিলিটি অ্যাক্ট পাল্টানো হল।
ব্যাঙ্কের ডিপোজিট ইনসিওরেন্স ১ লক্ষ থেকে ৫ লক্ষ করা হয়েছিল। দুর্বল ব্যাঙ্কগুলির জন্য এক্ষেত্রে নতুন পরিকল্পনা করা হল। সারফেসিং অ্যাক্ট খানিকটা বদলানো হল।
১ হাজার কোটি টাকা সৌরশক্তি উৎপাদন খাতে বরাদ্দ। বিমা আইন পাল্টে দিয়ে এখন বিমা কোম্পানিতে ৪৯ শতাংশের বদলে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ করা যাবে। ৫০ শতাংশ ডাইরেক্টর হবেন ইনডিপেন্ডেন্ট ডাইরেক্টর।

Union Budget 2021 Speech: /

কর্পোরেট বন্ড মার্কেট আরও শক্তিশালী করতে চাই। সেবি অ্য়াক্টে কিছু পরিবর্কন আনতে হবে। গোল্ড এক্সচেঞ্জ রেগুলেটরি অথরিটি থাকবে, কমোডিটি মার্কেটের বিনিময়কে শক্তিশালী করে তোলা হবে।
উজ্জ্বলা প্রকল্প আরও ছড়িয়ে দিতে হবে যাতে আরও ১ কোটি মানুষ উপকৃত হন। শহরের গ্যাস সরবরাহ ব্যবস্থা আরও প্রসারিত হবে।
আধুনিক মৎস্যচাষের জন্য উপযুক্ত বন্দর দরকার। তাই বরাদ্দ বাড়াচ্ছি।
জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নির্মাণ হবে, এর ফলে ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে।
এই খাতে ১০০০ কোটির বেশি টাকা ৫ বছরের জন্য বরাদ্দ।
আনছি হাইড্রোজেন এনার্জি মিশন। বড় বন্দরগুলির ম্যানেজমেন্ট এখন থেকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে।
বিদ্যুৎ সরবরাহে মনোপলি ভাঙতে একের বেশি সংস্থা আনার কথা বলছি, যাতে প্রতিযোগিতা হয়, ক্রেতারা উপকৃত হন।
৩০ হাজার নতুন বাস রাস্তায় নামবে। যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহন ব্যবস্থা কাজে লাগবে। মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু হবে। নাসিকেও মেট্রো রেল, চেন্নাই,নাগপুর মেট্রো রেল ফেজ ২।
১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ। রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে।
গোমো থেকে ডানকুনি ২৭৪ কিমি ফ্রেইট করিডোর, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেইট করিডোর। পশ্চিমবঙ্গের জন্য সড়ক তৈরিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ
৫৪ হাজার কোটি টাকা স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হল। এর ফলে গ্রামে ১৭ হাজার স্বাস্থ্য প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হবে। উপকৃত হবে ৬০২টি জেলা।
কলকাতা-শিলিগুড়ি রাস্তা মেরামত করা হবে।
বাজেট এমনভাবে তৈরি হয়েছে, যাতে অর্থনীতির খুব দ্রুত পুনরুত্থান হয়। মানবসম্পদকে তৈরি করা ও মিনিমাম গভর্নমেন্ট ম্য়াক্সিমাম গভর্ন্যান্স জরুরি।
কেরলে তৈরি হবে ১,১০০ কিমি রাস্তা, এর মধ্যে মুম্বই-কন্য়াকুমারী করিডোর রয়েছে। ৬৭৫ কিমি রাস্তা পশ্চিমবঙ্গে তৈরি হবে।
Union Budget 2021 LIVE: কৃষকদের আয় দ্বিগুণ করা হবে, সে ব্যাপারে আমরা দায়বদ্ধ। কমবয়সীদের জন্য তৈরি হবে নতুন সুযোগ।
জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতেও দেওয়া হবে । ৩,৫০০ কিমি রাজ্য সড়ক তামিলনাড়ুতে তৈরি হবে, এর মধ্যে রয়েছে মাদুরাই-কল্যাণ করিডোর।
৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া হয়েছে, ৪০ কোটি কৃষক ও বয়স্কদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নগদ। করোনা-কালে ২৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ আরবিআই-এর। করোনা-কালে ৫টি মিনি বাজেট ঘোষণা করে মোদি সরকার, করোনায় প্রতি ১০ লক্ষে মৃত্যু হার কমেছে উল্লেখযোগ্য হারে।
তৈরি হবে আরও ৮,৫০০ কিলোমিটার জাতীয় সড়ক।
অভূতপূর্ব পরিস্থিতিতে এই বাজেট। করোনায় বহু মানুষ কর্মহারা হন, অনেকে প্রিয়জনকে হারিয়েছেন। অতিমারীর টিকা আমরা বার করেছি, তা বহু দেশে রফতানি করছি। আরও দুটি টিকা শীঘ্রই পাব।
এর মধ্যে একটা বড় অংশ পাবে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।

শুরু হল বাজেট পেশ




এই দশকের প্রথম বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ।
মূলধন খাতে বিরাট বরাদ্দ বাড়ল। বরাদ্দ হল ৪৪ হাজার কোটি টাকা।
পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া প্রয়োজন। ৫লক্ষ কোটি টাকা তিন বছরে ধার দেওয়ার ব্যবস্থা হবে। এক্ষেত্রে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন।
Budget 2021 Speech LIVE Updates:
শুরু হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক




বাজেটকে সিলমোহর দিতে চলছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সভাপতিত্বে রয়েছেন প্রধানমন্ত্রী।
বস্ত্রশিল্পের জন্য আলাদা পার্ক তৈরি হবে, বিশ্বমানের পরিকাঠামো থাকবে রফতানি ও কর্মসংস্থানের জন্য। জাতীয় পরিকাঠামো পাইপলাইনে ২১৭ টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। পরিকাঠামোর জন্য দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া প্রয়োজন।
সংসদ ভবনে প্রধানমন্ত্রী




সংসদ ভবনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটু পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক।
সব মিলিয়ে স্বাস্থ্যখাতে বরাদ্দ হল ২ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা।
দূষণ রোধে পুরোন গাড়ি বাতিল করা হবে। কুড়ি বছরের পুরোন ব্যক্তিগত যান বাতিল করা হবে। ভারতে তৈরি টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে, টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
বাজেট পেশের আগে ঊর্ধ্বমুখী সেনসেক্স




প্রত্যাশায় ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। বাজার খোলার আগেই চড়েছে সূচক, বাজার খোলার পর ৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স।
পুষ্টির প্রকল্পগুলিকে একত্র করে ১১২টি জেলায় ছড়িয়ে দেব। ২.৮৬ কোটি মানুষ কলের জল পাবে, এর জন্য ২লক্ষ ৮৭ কোটি টাকা বরাদ্দ করা হল । স্বচ্ছ ভারতের জন্য বরাদ্দ ১ লক্ষ ৪১ হাজার কোটি টাকা।
Budget 2021 Speech LIVE: রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন নির্মলা




রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে বাজেট পেশের অনুমতি চাইবেন তিনি।
Budget 2021 LIVE ১১টায় পেশ হবে কেন্দ্রীয় বাজেট




বেলা ১০টায় সংসদ ভবনে পৌঁছবেন নির্মলা। ১০টা ১৫মিনিটে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে বাজেটকে অনুমোদন দেওয়া হবে। তারপর বেলা ১১টায় বাজেট পেশ।

পুজোয় বসলেন অনুরাগ




বাজেট পেশের আগে পুজোয় বসলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগেও বাজেট পেশের দিন সকালে পুজো করতে দেখা গিয়েছে তাঁকে। এই বাজেট ঐতিহাসিক হবে, দেশকে উন্নতির পথে নিয়ে যাবে, বলেছেন তিনি।
Budget 2021 Nirmala Sitharaman Speech LIVE: এটি মোদি সরকারের নবম বাজেট




নরেন্দ্র মোদি সরকারের এটি সব মিলিয়ে নবম বাজেট। সব থেকে বেশি বাজেট পেশ করেন প্রয়াত অরুণ জেটলি, তিনি পেশ করেন পাঁচটি বাজেট। ২০১৯-এ ভোটের বছরে অন্তর্বর্তী বাজেট পেশ করেন পীযূষ গোয়েল। এ নিয়ে তৃতীয়বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন।

প্রেক্ষাপট

 

নয়াদিল্লি: আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করবেন কেন্দ্রীয় বাজেট। সকলে মনে করছেন, করোনাভাইরাসের কারণে দেশের আর্থিক ব্যবস্থা যে প্রচণ্ড ধাক্কা খেয়েছে, তা সামলে ওঠার নিদান হাঁকবেন তিনি এই বাজেটে। পরিষেবা, পরিকাঠামো ক্ষেত্র ও প্রতিরক্ষার মত বিভাগে বরাদ্দ বাড়িয়ে আর্থিক সংস্কারের পথে হাঁটবেন তিনি।

এই বাজেট এই দশকের প্রথম বাজেট। যেহেতু দেশ এখন করোনা সঙ্কট কাটিয়ে বার হওয়ার চেষ্টা করছে, তাই কর্মসংস্থান এবং গ্রামোন্নয়নে ব্যাপক হারে বরাদ্দ বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলিতে বরাদ্দ ভালরকম বৃদ্ধির আশা। মূল চেষ্টা হবে, যাতে করদাতাদের হাতে অধিক অর্থ আসে ও বিদেশি বিনিয়োগ টানার জন্য নিয়মকানুন আরও সরল করা যায়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ নিয়ে তাঁর তৃতীয় বাজেট পেশ করবেন। ২০১৯-এ প্রথম বাজেট পেশ করেন তিনি। চামড়ার ব্রিফকেস সংস্কৃতি পাল্টে লাল শালুতে খাতাপত্র নিয়ে এসে বাজেট পেশ করেন তিনি। আর এবার বাজেট হতে চলেছে পুরোপুরি পেপারলেস। পাওয়া যাবে ডিজিটাল ফরম্যাটে, অ্যান্ড্রয়েড ও আইওএস ফরম্যাটে ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপে।

অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেট করোনা অতিমারীর জেরে তছনছ হয়ে যাওয়া অর্থব্যবস্থাকে ফের জোড়া দেওয়ার কাজ শুরু করবে। এতে রোডম্যাপ থাকবে, যাতে বিশ্বের সব থেকে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতি ফের সঠিক রাস্তায় ফেরে, শুধু জমা খরচের তথ্য পেশের মধ্যে যেন আটকে না যায়।

গত মার্চে করোনার জেরে যে লকডাউন শুরু হয়, তাতে দেশের অর্থনীতি আচমকা ঝাঁকি খেয়ে দাঁড়িয়ে পড়ে। ফলে ২০২১ অর্থবর্ষের পর পর দুটি ত্রৈমাসিকে জিডিপির মারাত্মক পতন হয়েছে। অসংখ্য লোকের চাকরি গিয়েছে, ছোট ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, মাইনে কমেছে বহু চাকরিজীবীর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারতের আওতায় বেশ কিছু প্যাকেজ দিয়ে অর্থনীতিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরিস্থিতি দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে তাতে এই সব প্যাকেজ অর্থনীতির হাল ফেরাতে যথেষ্ট নয়। তাই নির্মলার কাছে তাঁদের আশা, তিনি আরও এমন কিছু বলবেন যাতে এই পরিস্থিতিতে দেশ নতুন দিশা পাবে।

বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক টুইটারে বলেছে, ২০২১-এর জানুয়ারিতে যে জিএসটি রাজস্ব আদায় হয়েছে, তা জিএসটি ব্যবস্থা চালুর পর থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ।




২০২০-২১-এর আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, আগামী অর্থবর্ষে জিডিপি থাকবে ১১ শতাংশ।
 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.