Stock Market Spike: বাজেট শুরু আগেই পাওয়া গিয়েছিল ইঙ্গিত। বাজেটের পর এবার দুরন্ত গতি দেখাল নিফটি-সেনসেক্স। ভরা বাজারে বাজেট ঘোষণা হতেই নিফটি ছাড়িয়ে গেল দেড় শতাংশ । পাশাপাশি সেনসেক্সেও বুলরা দিল দারুণ ছুট।


Share Market LIVE: কত পয়েন্ট উঠল নিফটি-সেনসেক্স ?
এদিন দুপুর একটার আগেই ১৭,৯৪০ পয়েন্ট ছুয়ে ফেলে নিফটি। গত সপ্তাহে যা প্রায় ১৭,৬০০-র নিচে নেমে যায়। সূচকের এই অবস্থান বুঝিয়ে দিয়েছে, বিনিয়োগকারীদের মনের ভাব। আজ বাজার বন্ধের আগেই খুশির হাওয়া বইছে স্টক মার্কেটে। 


গত সপ্তাহে হিনডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে ধস নামে ভারতের শেয়ার বাজারে। মূলত, গৌতম আদানি গ্রুপের স্টকের দামে কারচুপি হয়েছে বলে দাবি করেছে এই শর্ট সেলিং সংস্থা। যার প্রভাবে মাত্র তিন দিনে, ৬০ শতাংশের বেশি পড়ে গিয়েছিল আদানি গ্রুপের স্টক। আজও তলানিতে চলে গিয়েছে আদানি গোষ্ঠীর সব স্টক। বাজার সবুজে গেলেও লালে চলে গিয়েছে আদানি, পোর্ট, আদানি গ্রিন, আদানি উইলমারের মতো স্টকগুলি।


Hindenburg Research LLC : হিনডেনবার্গের রিপোর্ট কী বলছে ?
আমেরিকার গবেষণা সংস্থা হিনডেনবার্গের রিপোর্ট বলছে, আদানি গ্রুপের ৫ বড় কোম্পানি শেয়ার বাজার থেকে 'ডি-লিস্টিং'  বা বাদ পড়তে পারে। মূলত, এই পাঁচ কোম্পানির শেয়ারে ৮৫ শতাংশ পর্যন্ত পতন হতে পারে।বর্তমানে লিকুইডিটি ক্রাইসিস বা নগদের অভাবে ধুঁকছে এই কোম্পানিগুলি। যার ফলে বিপুল ঋণের বোঝা মেটাতে অপারগ আগাদি গ্রুপ। সেই কারণেই এই পরিস্থিতির সম্মুখীন হতে পারে কোম্পানি। 


অতীতেও মার্কিন কোম্পানিকে নিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে হিনডেনবার্গ। দেখা যায়, ৯২ ডলারের সেই শেয়ার ২ ডলারে নেমে আসে। পরবর্তীকালে আমেরিকার বাজার থেকে ডি-লিস্টিং হয়ে যায় সেই কোম্পানি।


Budget 2023: বাজেটে প্রবীণ নাগরিদের জন্য সুখবর ! সিনিয়র সিটিজেন স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা