নয়া দিল্লি: আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিনের বাজেটে নতুন কর কাঠামো থেকে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একগুচ্ছ ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। তবে সাধারণের মনে যে প্রশ্ন থাকে তা হল কীসের কীসের দাম বাড়ল, কীসের কীসের দাম কমল। সেই তালিকায় সিগারেট, বিড়ি কিংবা মদের দাম কমল না বাড়ল,  তা নিয়েও প্রশ্ন থাকে। 


এবছরের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তামাকজাত পণ্যের উপরে করে কোনও পরিবর্তন আনেননি। এর ফলে আপাতত সিগারেটের দাম বাড়ছে না। একইভাবে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতেও বিশেষ কোনও পরিবর্তনের ঘোষণা করে সরকার। ফলে সুরার দামও বাড়ছে না বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, গুডস অ্য়ান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের আওতায় তামাকজাত পণ্য পড়ে। তামাক পণ্যের উপরে জিএসটি বাড়লে, সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়ে। ২০২৩ সালের বাজেটে অবশ্য এনসিসিডি আরোপ করাতে দাম বেড়েছিল তামাকজাত পণ্যের। 


প্রসঙ্গত, বাজেট ঘোষণার পরই দেশের সবথেকে বড় সিগারেট উৎপাদনকারী সংস্থা আইটিসি-র শেয়ার দর বেড়েছে। এই সংস্থার মোট মুনাফার ৮০ শতাংশের বেশি এবং এর মোট আয়ের প্রায় ৪৫ শতাংশ আসে সিগারেট থেকে। 


আরও পড়ুন, কলকাতা মেট্রোর জন্য বাজেটে বিরাট বরাদ্দ? এবার শহরে বাড়বে হাই স্পিড ট্রেন?


সস্তা হল কী কী? 


ক্যান্সারের ওষুধ, মোবাইল ফোন, সৌর প্যানেল, চামড়াজাত পণ্য ও গয়না  (সোনা, রূপা, হীরা, প্ল্যাটিনাম)। এছাড়াও ইস্পাত এবং লোহার জিনিসের দাম কমবে।  ইলেকট্রনিক্স দ্রব্যের দাম কমবে। প্রমোদতরীতে ভ্রমণ আগের থেকে সুবিধে জনক হবে। সামুদ্রিক খাবার সস্তা হতে পারে। কমতে পারে পাদুকা


ব্যয়বহুল হবে কী কী? 


টেলিযোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি, প্লাস্টিকজাত দ্রব্য ও  পিভিসি প্লাস্টিক।  অ্যামোনিয়াম নাইট্রেটের উপর কর বৃদ্ধি করেছে কেন্দ্র। তার জেরে এর দামও বাড়বে।               


অন্যদিকে, বাজেটে কর্মসংস্থানের ওপর জোর দিল নরেন্দ্র মোদি সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ বছরে ৫০০টি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থায় ১ কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। প্রতিমাসে মিলবে ৫ হাজার টাকা ভাতা। পাশাপাশি যাঁরা প্রথম চাকরিতে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে, এক মাসের বেতন দিয়ে দেওয়া হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে