কলকাতা: আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেটে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ ৬০০ কোটি থেকে বেড়ে ৯০৬ কোটি টাকা করা হল।                                                                 

  


পাশাপাশি, জোকা-বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পে ৪০০ কোটি বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দর-নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে মাত্র ৪১ কোটি বরাদ্দ বৃদ্ধি। হাই স্পিড ট্রেনের জন্য বাজেটে বরাদ্দ বেড়ে ২১ হাজার কোটি টাকা। গত অর্থবর্ষে বরাদ্দ ছিল ১৮ হাজার ৫৯২ কোটি টাকা। এবার তা বৃদ্ধি করে করা হল ২১ হাজার কোটি টাকা।


KMRCL বাজেট বরাদ্দ ৬০০ কোটি থেকে বেড়ে ৯০৬ কোটি হল। মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট-নিউগড়িয়া ভায়া রাজারহাট নির্মাণে মাত্র ৪১ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি। গতবার ১৭৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। চলতি বছরে বরাদ্দের পরিমাণ ১৭৯১.৩৯। জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো ৪০০ কোটি বরাদ্দ বৃদ্ধি হয়েছে। গতবার বরাদ্দ ছিল ৮০০ কোটি এবার তা বৃদ্ধি করে করা হল ১২০৮.৬১কোটি টাকা।


দেশে হাই স্পিড ট্রেনের জন্য গত অর্থ বর্ষে বরাদ্দ ছিল ১৮ হাজার ৫৯২ কোটি টাকা। এবার তা বৃদ্ধি করে করা হল ২১ হাজার কোটি টাকা। 


আরও পড়ুন, দুর্গাপুজোর জন্য বিরাট ঘোষণা, ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান, পরের বছর কত?


তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাজেট নিয়ে সরাসরি নিশানা করলেন মোদি সরকারকে । বললেন, '১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, কিছু দিল না। বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন, গরিব বিরোধী বাজেট, কোনও আলো নেই। বাজেটে কোনও চাকরির সংস্থান নেই। একটি দলকে খুশি করতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেট'।                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে