কলকাতা: প্রশিক্ষণ ও Skill Set তৈরির উপরে জোর দেওয়া হয়েছে এই বাজেটে। প্রশিক্ষণের পরে ইন্টার্নশিপ নিয়েও সরকার বিশেষ ব্যবস্থা করবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 


কর্মসংস্থানে দিকে তাকিয়ে কেন্দ্রের সরকার একাধিক প্রকল্প  নিয়েছে বলে বাজেট পেশের সময় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। দেশের শীর্ষ ৫০০টি সংস্থায় পাঁচ বছরে মোট ১ কোটি যুবককে ইন্টার্নশিপের ব্যবস্থা করার লক্ষ্য রয়েছে ওই প্রকল্পে। 


এই ইন্টার্নশিপ বা শিক্ষানবিশির সময় দেওয়া হবে টাকাও। এই প্রকল্পের অধীনে একজন শিক্ষানবিশ মাসে ৫০০০ টাকা করে পাবেন। তার সঙ্গেই যুবকদের এককালীন ৬০০০ টাকা অর্থ সাহায্য করা হবে এই প্রকল্পের অধীনে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 'আমাদের সরকার একটি সামগ্রিক প্রকল্প শুরু করবে। যার মাধ্য়মে যুবদের দেশের শীর্ষ ৫০০টি সংস্থায় শিক্ষানবিশির সুযোগ করে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে ১ কোটি যুবকদের এই সুবিধা দেওয়া হবে।'


এর ফলে কী উপকার হবে?
পড়াশোনা করার পরে এই যুবকরা ১২ মাসের জন্য বাস্তব পরিস্থিতি বুঝতে পারবেন। আদতে কীভাবে কাজ হয়, কী কী প্রয়োজন হবে- সবটাই বোঝা যাবে, জানিয়েছে কেন্দ্র।


কারা খরচ বইবে?
বাজেট বক্তৃতায় জানানো হয়েছে ট্রেনিংয়ে এই খরচ বইবে সংস্থাগুলি। ইন্টার্নশিপের যে খরচ তার ১০ শতাংশ ওই সংস্থাগুলি বইবে- ওই খরচ করা যাবে CSR তহবিল থেকে। ২০১৩ সালের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, কিছু বিশেষ লাভজনক সংস্থাকে তাদের ৩ বছরের মোট লাভের অন্তত ২ শতাংশ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) খাতে ব্য়য় করতে হয়। 


 





যদিও বিরোধীদের অভিযোগ, এই বাজেটে কোনওরকম ভাবেই কর্মসংস্থানের দিশা দেখাতে পারেনি কেন্দ্রীয় সরকার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Budget 2024: বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহার-অসমে, বাজেটে বাংলার প্রাপ্তি শূন্য


 


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI