নয়াদিল্লি : লোকসভা ভোটের আগে আজ মোদি সরকারের অন্তর্বর্তী বাজেট (Modi Government's Interim Budget) পেশ। নতুন সংসদ ভবনে সকাল ১১টায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে আজ চড়ল শেয়ার মার্কেট। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ সেনসেক্স (Sensex) ছিল ৭১ হাজার ৭৬৫ পয়েন্টে। অন্যদিকে, এনএসই নিফটি( NSE Nifty) 50 খুলেছে ২০ পয়েন্ট বেশিতে অর্থাৎ, ২১ হাজার ৭৪৬ পয়েন্টে। মনে করা হচ্ছে, লোকসভা ভোটের আগে জনকল্যাণ মূলক কর্মসূচিগুলিতে বড়সড় খরচের পথে হাঁটবে না মোদি সরকার। তার পরিবর্তে বাজেট ব্যবধান কমিয়ে, পরিকাঠামো খাতে নজর দেবে।


আজ অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করবেন তিনি। লোকসভা ভোটের বছরে, কর কাঠামোয় ছাড় দেবে মোদি সরকার ? নজর সীতারমণের অন্তর্বর্তী বাজেটের দিকে। লোকসভা ভোটের বছরে, আজ নতুন সংসদ ভবনে প্রথমবার, অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।


এটাই দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট। আজ অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশের মধ্য়ে দিয়ে নজির স্থাপন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটা তাঁর টানা ষষ্ঠ বাজেট। এবার তিনি ছাপিয়ে যাবেন অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিন্হার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। এরা প্রত্য়েকেই টানা পাঁচটি বাজেট পেশ করেছিলেন। নির্মলা সীতারমণ এবার জায়গা করে নেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পাশে। দু’দফায় অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন দেশাই। এর মধ্যে ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত টানা ছ’বার। যেগুলির পাঁচটি ছিল পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট।


আরও পড়ুন ; কৃষিক্ষেত্রে বাড়তে পারে বরাদ্দ? কৃষিনির্ভর দেশের জন্য কী ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী?


কেন্দ্রের বিজেপি সরকারের দাবি, ২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে ভারত। তাই, সীতারমণের অন্তর্বর্তী বাজেট নিয়ে, মানুষের মনে প্রত্যাশার শেষ নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অন্তর্বর্তী বাজেটে দৃষ্টি আকর্ষণের জন্য কোনও ঘোষণা হবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন ; প্রত্যাশার পারদ তুঙ্গে, কিন্তু অন্তর্বর্তী বাজেটে যা না হওয়ার সম্ভাবনাই বেশি