Nirmala Sitharaman: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে বাজেট শুরু পেশ হয়েছে। এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য করে সুরাহার পাশাপাশি অনেক খাতেই সরকারি বিনিয়োগ বেড়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন চর্মশিল্প খাতে নতুন স্কিম আনা হবে এবং এই খাতে ২২ লক্ষ কর্মসংস্থান হবে। চাকরির সুবিধা বাড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

Continues below advertisement

৪.৪ লক্ষ কোটি টাকার টার্নওভার সম্বলিত ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে এই স্কিমের অধীনে এবং রফতানির ক্ষেত্রে ১.১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এর পাশাপাশি কর্মসংস্থানের ঘোষণাও করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাশাপাশি ব্লু ওয়েট লেদারের উপর থেকে কাস্টম ডিউটি একেবারে শূন্য করে দেওয়া হল। কর্মসংস্থানের অনেক দিশা খুলে গিয়েছে এবারের বাজেটে। চর্মশিল্প খাতে এবং ফুটওয়্যারে ২২ লক্ষ কর্মসংস্থানের দিশা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

এছাড়াও ভারতকে ধীরে ধীরে খেলনার গ্লোবাল হাবে পরিণত করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। ক্লিন টেকনোলজি ম্যানুফ্যাকচারিং কর্মসূচি চালু করার কথা বলা হয়েছে এবারের বাজেটে। ২০২৫-২৬ অর্থবর্ষে তিনটি খাতে সরকার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মানুষ, অর্থনীতি এবং উদ্ভাবনের উপর বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন নির্মলা সীতারামন। 

Continues below advertisement

বাজেটে এবার কর ছাড়ের ক্ষেত্রে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য ঘোষণা করেন তিনি। এই প্রথম আয়করে এত বিপুল ছাড় দেওয়া হল কোনো বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে অষ্টমবার দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন। স্বাধীন ভারতের যে কোনও অর্থমন্ত্রীর থেকে সর্বোচ্চ সংখ্যায় বাজেট পেশ করেছেন তিনি। 

বাজেটে কী কী জিনিসের দাম কমল 

৩৬টি ক্যান্সার এবং বিরল রোগের ওষুধকে শুল্কমুক্ত রাখা হয়েছে। জীবনদায়ী ওষুধকে করমুক্ত রাখায় রোগী এবং তাঁদের পরিবারের ভার লাঘব হবে বলে মনে করা হচ্ছে।

বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি  তৈরির জন্য ৩৫টি প্রয়োজনীয় সামগ্র এবং মোবাইল ফোনের ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় ২৮টি পণ্যকেও করমুক্ত রাখা হয়েছে। 

বাজেটে কী কী জিনিসের দাম বাড়ল

ইন্টাব়্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে-র উপর শুল্ক ১০ থেকে বেড়ে ২০ শতাংশ করা হয়েছে। 

বস্ত্রশিল্পে কাপড় বোনার জন্য যে বিশেষ ফেব্রিক ব্যবহার করা হয়, তার উপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে ১১৫ টাকা করা হয়েছে এবারের বাজেটে। 

আরও পড়ুন : Modi on Budget 2025:'এই বাজেটে পকেট ভরবে সাধারণের, বাড়বে রোজগার', বড় আশ্বাস মোদির