Halwa Ceremony: প্রতি বছরই বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তত্ত্বাবধানে আয়োজিত হয় হালুয়া উৎসব। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট (Budget 2025) গণনার অন্তিম পর্ব সূচিত হয় এই হালুয়া উৎসবের মাধ্যমে। এই অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে এই হালুয়া উৎসব (Halwa Ceremony) হবে আজ শুক্রবার সন্ধ্যায় নর্থ ব্লকে। কেন এই রীতি পালিত হয় জানেন ?
এই রীতি বহুদিন ধরেই চলে আসছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারেও এই হালুয়া উৎসবে নেতৃত্ব দেবেন, রাজ্যের মন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং আরও বহু আধিকারিকরা এই উৎসবে উপস্থিত থাকবেন। বাজেট প্রস্তুতিতে যে সমস্ত আধিকারিকরা সহায়তা করেছেন এবং সংকলনে শ্রম দিয়েছেন তারা সকলেই এই উৎসবে উপস্থিত থাকবেন।
বাজেট পেশের আগে 'লক-ইন' পর্বের সূচনা হয় এই হালুয়া উৎসবের মধ্য দিয়ে। এই উৎসবে মূলত ভারতের অন্যতম একটি মিষ্টি খাবার হালুয়া তৈরি করা হয় এক বিশাল মাপের কড়াইতে। আর এই হালুয়া তাদের দেওয়া হয় যারা এই বাজেট প্রস্তুতিতে এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। নর্থ ব্লকে আয়োজিত হবে এই উৎসব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী মূলত এই কড়াইতে হালুয়া রান্নার সময় একটু বড় খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেন এবং সকলকে পরিবেশন করেন। সকলের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতেই এই রীতি পালিত হয়। এই উৎসবের মাধ্যমে সূচিত হয় এবার বাজেটের সমস্ত তথ্য ছাপা শুরু হবে। এগুলি সংসদে পেশ করার আগে সঠিকভাবে প্রস্তুত করা সমাধা হয়ে থাকে।
এছাড়াও অর্থমন্ত্রকে লক-ইন পর্বের সূচনা ঘোষণা করে এই বিশেষ উৎসব। এই পর্বের মধ্যে কোনো আধিকারিককেই বাইরে যেতে দেওয়া হয় না যতক্ষণ না পর্যন্ত সংসদে বাজেট পেশ করা হচ্ছে। সেই ১৯৮০ সাল থেকে এই লক-ইন পর্বের রীতি চলে আসছে। এই সময়ের মধ্যে নর্থ ব্লকে সমস্ত বাজেটের কাগজপত্র ছাপার কাজ চলতে থাকে। তাই নিরাপত্তার কারণে এই রীতি পালিত হয়।
৩১ জানুয়ারি থেকে শুরু হবে ২০২৫ সালের পূর্ণাঙ্গ বাজেট সেশন এবং চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। আর আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফে। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি যৌথ অধিবেশন ডাকবেন দুই কক্ষেই। ১৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত একটি সেশন ব্রেক চলবে এই বাজেট পর্বের মধ্যে।
এই নিয়ে সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। এর আগে ১৯৫৯ থেকে ১৯৬৪ সালের মধ্যে সবথেকে বেশিবার বাজেট পেশ করা হয়েছিল প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সময়কালে। সেই রেকর্ডও ভেঙে দিয়েছেন নির্মলা সীতারামন।
আরও পড়ুন: Airtel Recharge Plan: এই ২ জনপ্রিয় রিচার্জ প্ল্যান বদলে দিল এয়ারটেল, এখন কত খরচ পড়বে ?