নয়া দিল্লি: ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট নিয়ে ছিল 'নানা মুনির নানা মত'। গত বছর আয়কর ছাড়ে তেমন কোনও দিশা দেখাতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেটে চাকুরিজীবী মধ্যবিত্তদের দু-হাতে ভরিয়ে দিলেন নির্মলা সীতারমণ। আয়করে মেগা ছাড়ে উচ্ছ্বসিত মধ্যবিত্ত। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রেও বেশ কিছু ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একগুচ্ছ জীবনদায়ী ওষুধের দামে ছাড় থেকে ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার, দাম কমানো হয়েছে মেডিকেল সরঞ্জামেরও। এছাড়াও বিমা খাতেও বড় প্রস্তাব রাখলেন নির্মলা।  ২০২৫-২৬ সালের বাজেটে বিমা খাতের জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI)-এর সীমা ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে সম্পূর্ণ ১০০ শতাংশ করার প্রস্তাব করেছেন তিনি।  

Continues below advertisement

কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে এর মাধ্যমে দেশে প্রত্যক্ষ বিদেশি  বিনিয়োগ (এফডিআই)  বৃদ্ধি পাবে, যা দেশের আর্থিক পরিষেবা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে আগামী দিনে। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু শর্তাবলীও আছে। বাজেটে বলা হয়েছে যে সমস্ত বিমা সংস্থা তাদের সম্পূর্ণ প্রিমিয়াম ভারতে লগ্নি করবেন, তাঁদের ক্ষেত্রে বর্ধিত এফডিআইয়ের নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি বিমাক্ষেত্রে আগের যে শর্তাবলী এবং বিদেশী বিনিয়োগের নিয়ন্ত্রণকারী বিধানগুলি ছিল তা ফের পর্যালোচনা করা হবে এবং সরলীকৃত করা হবে। 

বিমায় এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়ে কতটা প্রভাব পড়বে পলিসি হোল্ডারদের উপর? 

Continues below advertisement

ওয়াকিবহাল মহলের মতে, Foreign Direct Investment (FDI)-এর দরজা ১০০ শতাংশ খুলে দেওয়ার অর্থ ভারতের বাজারে বিমা সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা যেমন বাড়বে তেমনই ভাল পরিষেবা দেওয়ার দিকেও নজর দেবে। কারণ এর ফলে বিদেশি সংস্থারা বিমায় বিনিয়োগ করবেন। যার প্রভাব পড়তে পারে প্রিমিয়ামের উপর। যে সংস্থা যেমন বিদেশি বিনিয়োগ টানতে পারবে, লাভের অঙ্ক মূল্যায়ন করে বিমার প্রিমিয়ামে সেভাবে কম-বেশিও করতে পারব। 

বিদেশি বিনিয়োগ আসার ফলে Mediclaim বা Insurance Claim আরও সহজ হতে পারে। কারণ বাইরের উন্নত প্রযুক্তি এবং প্রক্রিয়ার বদলে সমস্যা সমাধান হতে পারে পলিসি হোল্ডারদের। 

দেখা গিয়েছে, উন্নত দেশগুলির তুলনায় ভারতে বিমার বাজারে বিদেশি বিনিয়োগ কম। যত বেশি বিনিয়োগ আসবে ততই গ্রাম থেকে গ্রামাঞ্চলে এই বিমা ব্যবস্থাকে পৌঁছে দেওয়া সহজতর হবে। 

বিমা খাতে বিদেশি বিনিয়োগ বাড়লে চাকরির বাজারও বাড়বে সমানুপাতিক সম্পর্কে। পাশাপাশি বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে কাজে সর্বোত্তম অনুশীলন যেমন পাওয়া যায় এবং প্রশিক্ষণের জায়গাটিও মজবুত হবে। 

যদিও এই ঘোষণা এখনই কার্যকর হবে না। বিমা সংশোধনী বিলে সংস্কারের পরই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এই নিয়ম কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে দেশের প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়া তাঁদের লক্ষ্য। বাজেটে এই ঘোষণা এই লক্ষ্যমাত্রা পূরণে সাহায্য করবে এমনটাই আশা। 

আরও পড়ুন, 'এই বাজেটে পকেট ভরবে সাধারণের, বাড়বে রোজগার', বড় আশ্বাস মোদির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে