নয়াদিল্লি: এলআইসি বা জীবনবিমা নিগমে নিজের শেয়ারের একাংশ বেচে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। আজ সংসদে ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রস্তাব পেশ করেছেন। কিছু সরকারি সিকিউরিটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। নির্মলা বলেন, সরকার ইনিশিয়াল পাবলিক অফারে তার শেয়ারের কিছুটা বিক্রি করে দেওয়ার পথে হাঁটতে চায়। এর ফলে এলআইসির ক্ষেত্রে আগামী দিনে বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বাজেট ভাষণে নির্মলার ঘোষণা অনুসারে দেশের শীর্ষ বিমা সংস্থা এবার সরকারের বিলগ্নিকরণের জন্য বাছাই প্রতিষ্ঠানগুলির তালিকায় উঠছে। আইপিও-র মাধ্যমে বিলগ্নিকরণ করা হবে। এখন ১৯৫৬ সালে তৈরি এলআইসির ১০০ শতাংশ শেয়ারই সরকারের হাতে আছে।
এবারের বাজেটে মোট বিলগ্নিকরণের টার্গেটও বাড়ানো হয়েছে। চলতি অর্থবর্ষে সেই লক্ষ্যমাত্রা রয়েছে ১.০৫ লক্ষ কোটি টাকা। তা ২০২১ এ বাড়িয়ে ধরা হয়েছে ২.১ লক্ষ কোটি টাকা।

স্বাস্থ্যে ৬৯ হাজার কোটি, শিক্ষায় ৯৯৩০০ কোটি, স্কিল বা দক্ষতার উন্নতির পিছনে ৩০০০ কোটি টাকা, স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২৩০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। ২০২০-২১ সাধারণ বাজেট পেশ করে সংসদে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।