মুম্বই: কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ শুরুর আগে থেকেই শনিবার এক ধাক্কায় পড়তে শুরু করে শেয়ার বাজার। নামতে শুরু করে সেনসেক্স, নিফটিও।
আগের বছরে ক্ষমতায় আসার পর এবারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন সীতারমন। শনিবার শেয়ার বাজার বন্ধ থাকে। কিন্তু বাজেটের জন্য রীতি ভেঙে শনিবারও খোলা শেয়ার বাজার।
বাজার খুলতেই সেনসেক্স ১৪০ পয়েন্ট পড়ে ৪০ হাজার ৫৭৬ পয়েন্টে নেমে যায়। নিফটি নেমে হয় ১১৯১০ পয়েন্ট। তারপর বাজার কিছুটা উঠলেও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা এগোনোর সঙ্গে সঙ্গে আবারও পড়তে শুরু করে সেনসেক্স।



পরে বেলা ১টা নাগাদ সেনসেক্স ৩৫.২১ পয়েন্ট পড়ে ৪০,৬৮৮.২৮ এ নামে।


শুক্রবার আর্থিক সমীক্ষা প্রকাশের পরেই শনিবার শেয়ারবাজারে পতনের আশঙ্কা করেছিল বিশেষজ্ঞ মহল। সমীক্ষায় আর্থিক বৃদ্ধির ইঙ্গিত খুব একটা আশা ব্যাঞ্জক ছিল না।
বম্বে স্টক এক্সেঞ্জে টেক মাহিন্দ্রা, এনটিপিসি ও কোটক ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড ইত্যাদির শেয়ারদর বেশ পড়ে যায়৷ অন্যদিকে দাম বেড়েছে এইচইউএল, মারুতি, এশিয়ান পেইন্টসের শেয়ারের।