নয়াদিল্লি: তালিবানশাসিত আফগানিস্তানকে ২০০ কোটি টাকা সাহায্য দিচ্ছে ভারত গতকাল যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে আফগানিস্তানের জন্য আলাদা অর্থ বরাদ্দ করার কথা জানানো হয়েছে। নয়াদিল্লি আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তা সত্ত্বেও আফগানিস্তানের জন্য অর্থ বরাদ্দ করা হল। যদিও গত অর্থবর্ষের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে। গত অর্থবর্ষে আফগানিস্তানের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার সেই অর্থের পরিমাণ কমানো হয়েছে।


দীর্ঘদিন ধরেই আফগানিস্তানকে নানাভাবে সাহায্য করে আসছে ভারত। গত বছরের অগাস্টে ফের তালিবানের দখলে চলে যাওয়ার পরেও সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। আফগানিস্তানের বহু মানুষ ভারতে আশ্রয় নেন। এবার বাজেটেও আফগানিস্তানকে সাহায্য করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।


২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সেনা পাঠানোর পর থেকে ভারতই সবচেয়ে বেশি সাহায্য করেছে। সেদেশে হাসপাতাল, বাঁধ নির্মাণ সহ পরিকাঠামো ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করেছে ভারত। গতবারের তুলনায় অর্থ বরাদ্দ কমানো হলেও, সাহায্য অব্যাহত রাখছে ভারত।


আফগানিস্তানকে ৩৬০ কোটি টাকা দিয়ে সাহায্য করছে মলদ্বীপ। ৬০০ কোটি টাকা দিচ্ছে মায়ানমার। ১২ কোটি টাকা দিচ্ছে মঙ্গোলিয়া। ৩০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানকে ২,২৬৬.২৪ কোটি টাকা দিয়ে সাহায্য করছে ভুটান। ৭৫০ কোটি টাকা দিচ্ছে নেপাল। সেশ্যেলস দিচ্ছে ১৪.০৬ কোটি টাকা। শ্রীলঙ্কা দিচ্ছে ২০০ কোটি টাকা এবং মরিশাস দিচ্ছে ৯০০ কোটি টাকা। কয়েকটি দেশ গতবারের তুলনায় এবার অর্থ বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে, আবার ভারতের মতো কয়েকটি দেশ বরাদ্দ কমিয়েছে।


চাবাহার বন্দরের জন্য বাজেট বরাদ্দে কোনও বদল করা হয়নি বাজেটে। গতবারের মতোই ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আফ্রিকার জন্য বরাদ্দ গতবারের মতোই ২৫০ কোটি টাকা। ইউরেশিয়ান অঞ্চলের দেশগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ১৪০ কোটি টাকা। গতবার এই বরাদ্দ ছিল ১০০ কোটি টাকা। এবার ৪০ কোটি টাকা বাড়ানো হয়েছে। লাতিন আমেরিকার জন্য বরাদ্দ ৪০ কোটি টাকা। গতবারের বাজেটেও একই অর্থ বরাদ্দ করা হয়েছিল।