Union Budget 2022 LIVE : থমকে থাকা রেলের প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে বাজেট, বললেন রেলমন্ত্রী
Union Budget 2022 India LIVE Updates ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তা আগে আজ সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো।
সাধারণ বাজেটে রেলওয়ের সহায়তার জন্য ১.৩৭ লক্ষ কোটি টাকার মূলধনী লগ্নির সংস্থান রাখা হয়েছে। তা থমকে থাকা রেল প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
‘কৃষক, সাধারণ মানুষ, মধ্যবিত্তদের জন্য কোনও কর ছাড় নেই। মূল্যবৃদ্ধি রোধে কোনও পদক্ষেপ নেই। ছোট শিল্পপতিদের জন্য কোনও ছাড় নেই।
যুবকদের রোজগারের জন্য দিকনির্দেশ নেই। শুধু কমানো হচ্ছে ভর্তুকি। এটাই মোদি সরকারের বাজেট’,ট্যুইট প্রিয়ঙ্কা গাঁধীর
বাজেটের সমালোচনায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেছেন, ‘ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে একটা কথাও নেই। মূল্যবৃদ্ধি রোখার জন্য বাজেটে কোনও কথা নেই। পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট। কর্মহীনদের জন্য বাজেটে একটা শব্দও খরচ করা হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। বাজেটে করদাতাদের জন্য কোনও স্বস্তির কিছু নেই।’
নির্মলা সীতারামন বলেছেন, ‘করোনা আবহে জনসাধারণের ওপর করের বোঝা চাপাতে চাইনি। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, যেন বাড়তি করের বোঝা না চাপে। সেই নির্দেশ মেনেই এবছরও আয়কর কাঠামো অপরিবর্তিত রেখেছি।’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে সম্ভাবনাময় বাজেট। বাজেটে সমাজের সর্বস্তরের মানুষের কথা ভাবা হয়েছে।আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ।কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনেক শুভেচ্ছা’
প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্রের বাজেট উন্নয়নমুখী। আধুনিক ভারত গড়ার লক্ষ্যে বাজেট। স্বাস্থ্য থেকে শিক্ষা, পরিকাঠামো সবকিছুতে গুরুত্ব।’
কেন্দ্রীয় পরিবহণনমন্ত্রী নিতিন গড়কড়ি বলেছেন, এই বাজেট একটি দিশা পেশ করেছে, যা স্থির করবে তা এই বছর বা আগামী বছরগুলিতে অর্থব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে। এই বাজেট সঠিক দিশায় এবং উন্নতির নয়া দিগন্ত খোলার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হবে।
আত্মনির্ভর ভারতের লক্ষ্যে কেন্দ্রের বাজেট। প্রতিক্রিয়া মুক্তার আব্বাস নকভির
‘কেন্দ্রের এই বাজেট আর্থিক বৃদ্ধির কোনও দিশা নেই। গরিব-মধ্যবিত্ত কারও জন্য কিছু নেই। আয়কর কাঠামো অপরিবর্তিত। কেন্দ্রের এই বাজেট হয় একটা ভাঁওতা, নয়তো সদিচ্ছার অভাব’, মন্তব্য মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক প্রধান উপদেষ্টা অমিত মিত্রের
‘অতিমারীর সময় স্বস্তি চাইছিলেন দেশের চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণি। মুদ্রাস্ফীতি ও বেতন সঙ্কোচনের সময় এটাই ছিল তাঁদের আশা।কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তাঁদের গভীরভাবে হতাশ করেছেন। এটা দেশের চাকরিজীবী ও মধ্যবিত্ত শ্রেণির প্রতি বিশ্বাসঘাতকতা’,ট্যুইট কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাজেট খুবই ভালো হয়েছে। তিনি বলেছেন, বাজেট দূরদর্শী।
‘এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %। নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই। বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন?’,বাজেট ২০২২ প্রসঙ্গে কটাক্ষ সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির
‘সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনও কিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি।পেগাসাস-স্পিন বাজেট, ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
রবিশংকর প্রসাদ বলেছেন, উন্নতির দিশায় এই বাজেট। রাজকোষ থেকে শুরু করে আম আদমির জন্য এই বাজেট খুবই ভালো। দেশের উন্নতির জন্য এই বাজেট সঠিক দিশা দেখাবে।
বাজেটের সমালোচনায় কংগ্রেস নেতা শশী তারুর। তিনি বলেছেন, দেশে মুদ্রাস্ফীতি নিয়ে এত আলোচনা চলছে, কিন্তু বাজেটে এ নিয়ে কোনও উল্লেখ নেই। প্রতিরক্ষা খাতে বরাদ্দ নিয়ে স্পষ্ট কোনও কথা নেই। একশো দিনের কাজে বরাদ্দ নিয়েও কোনও কথা নেই। বাজেট হতাশাজনক।
বাজেট হতাশাজনক। বললেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তিনি বলেছেন, দেশের মানুষ করভারে জর্জরিত। যেখানে কর থেকে আয় করছে সরকার। দৃষ্টিভঙ্গীর ফারাক-জনতার সমস্যা নয়, সরকার ভাণ্ডারের দিকে তাকিয়ে।
হিরে ও রত্নে কাস্টম ডিউটি ৫ শতাংশ কমানো হবে, জানালেন অর্থমন্ত্রী
কর্পোরেট সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। জানালেন অর্থমন্ত্রী। ডিজিটাল সম্পদের হস্তান্তরের ক্ষেত্রে পেমেন্ট মোডে উৎসে ১ শতাংশ টিডিএস।
‘দাম কমছে বস্ত্র ও চর্মজাত দ্রব্য’
‘দাম কমছে মোবাইল চার্জারের’
‘দাম কমছে কৃষি উপকরণের’
এবারেও অপরিবর্তিত আয়কর, একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো
অর্থমন্ত্রী বলেছেন, ‘২০২৫-২৬ সালের মধ্য রাজকোষের ঘাটতি ৪.৫ শতাংশের নীচে নেমে যাবে’
অর্মমন্ত্রী বলেছেন, ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর
আগামী অর্থবর্ষে কার্যকরী মূলধনী ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১০.৬৮ লক্ষ কোটি টাকা, যা জিডিপি-র ৪.১ শতাংশ।
অর্থমন্ত্রী বলেছেন, ‘রাজ্যগুলিকে বিনিয়োগের জন্য সাহায্য করা হবে। রাজ্যগুলিকে সাহায্যের জন্য ১ লক্ষ কোটি টাকার ফান্ড। ‘রাজ্যগুলিকে স্টেট ডোমেস্টিক প্রডাক্টের ৪ শতাংশ ধার অনুমোদন করা হচ্ছে।
অর্থমন্ত্রী বলেছেন, বিশেষভাবে সক্ষম মানুষের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ করা হল’
অর্থমন্ত্রী বলেছেনস ‘আমরা কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করায় জোর দিচ্ছি। করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর।
এক্ষেত্রে বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন। কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে’
অর্থমন্ত্রী বলেছেন, - ‘ফসলের গোড়া পোড়া আটকাতে এবং দূষণ রোদে বিশেষ উদ্যোগ’
-‘তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫.৭ % বায়োমাসের ব্যবহারে জোর’
-‘গণপরিবহণে বিদ্যুৎ চালিত গাড়ির ওপর জোর’
-‘শহরাঞ্চলে বাড়ানো হবে চার্জিং স্টেশন’
-‘দেশেই তৈরি হবে ই-গাড়ির জন্য প্রয়োজনীয় ব্যাটারি’
অর্থমন্ত্রী বলেছেন, ‘চালু হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। ‘চালু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত ডিজিটাল কারেন্সি।বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে লেন-দেনের জন্য এই ডিজিটাল কারেন্সি’
ফসলের পর্যালোচনা, জমির রেকর্ড ডিজিটাইজেশন, কীটনাশক ও সার ছড়ানোর ক্ষেত্রে কিষাণ ড্রোন ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। বললেন সীতারামন
অর্থমন্ত্রী বলেছেন, - ‘গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর’
-‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আইন বদলে নতুন আইন আনা হবে’
-‘২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার’
-‘আইআরডিএ-তে আনা হচ্ছে নতুন বিমা বন্ড’
-‘সৌরবিদ্যুৎ উত্পাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ’
-‘বিভিন্ন ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য এবার চালু হবে ই-বিল’
-‘প্রতিরক্ষা বরাদ্দের ২৫ % ব্যবহার হবে গবেষণায়’
‘-অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সম্পদ রক্ষায় বিশেষ জোর’
-‘ডিআরডিও-র সঙ্গে এবার কাজ করবে বেসরকারি সংস্থাও’
অর্থমন্ত্রী বলেছেন, এবছর থেকেই চালু হচ্ছে ই-পাসপোর্ট। ব্যাঙ্ক গ্যারান্টির বিকল্প হিসাবে চালু হবে সিওরিটি বন্ড। সিওরিটি বন্ড দেবে ইনসিওরেন্স কোম্পানিগুলি’
অর্থমন্ত্রী বলেছেন, এবছর থেকেই চালু হচ্ছে ই-পাসপোর্ট। ব্যাঙ্ক গ্যারান্টির বিকল্প হিসাবে চালু হবে সিওরিটি বন্ড। সিওরিটি বন্ড দেবে ইনসিওরেন্স কোম্পানিগুলি’
২০২২-এ ৫ জি পরিষেবা শুরু করা হবে। এবং গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো গড়ে তোলা হবে। টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে।
ন্যাশনাল টেলি মেন্টাল হেল্থ কর্মসূচি চালু করা হবে। এনআইএমএইচএএনএস নোডাল সেন্টার হবে এবং আইআইটি বেঙ্গালুরু প্রযুক্তি গত সহায়তা দেবে। বললেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেছেন, ‘ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করার চেষ্টা করছি । শহরাঞ্চলে গণপরিবণ ব্যবস্থার উন্নতির জন্য আমরা সচেষ্ট। শহরে স্থানাভাব মেটাতে জমি সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেছেন,- ‘২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে’
-‘১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল’
-‘এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএম-এর সুবিধা পাওয়া যাবে’
-‘৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে’
-‘ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করার চেষ্টা করছি ’
‘১০.৩০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন’, বললেন নির্মলা সীতারামন
অর্থমন্ত্রী বলেছেন, ‘২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ। স্কিল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে’
অর্থমন্ত্রী বলেছেন, ‘প্রতি ঘরে পাইপের জল পৌঁছে দেওয়ার জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ। ৮০ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন। এরজন্য রাজ্যসরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ’
অর্থমন্ত্রী বলেছেন, ‘কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দেওয়ার জন্য নতুন প্রকল্প। কৃষিক্ষেত্রে উত্পাদনশীলতা বাড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। গঙ্গা উপত্যকায় রাসায়নিক মুক্ত চাষের ব্যবস্থা হবে। ২০২৩-এ মিলেট চাষে গুরুত্ব দেওয়া হবে। বাড়ানো হবে তৈলবীজের চাষ। ‘স্থানীয় ব্যবসায় উৎসাহ দিতে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্প।’
অর্থমন্ত্রী বলেছেন, ‘তপশিলি শিশুদের জন্য তৈরি হচ্ছে বিশেষ টেলিভিশন চ্যানেল। তপশিলি শিশুদের শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে এই টেলিভিশন চ্যানেল’
অর্থমন্ত্রী বলেছেন, ‘রেলে পিপিপি মডেলকে আরও উত্সাহ দেওয়া হবে। পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে প্রকল্প। ৬০ কিলোমিটার দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে।এর ফলে পর্যটন শিল্পের উন্নতি এবং পরিষেবার উন্নতি হবে’
‘ছোট কৃষকদের প্রয়োজনের কথা বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে। সহজে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে’
অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরগুলিতে ২৫ হাজার কিলোমিটার হাইওয়ে তৈরি করা হবে। আগামী ৩ বছরে ১০০ নতুন বন্দেভারত ট্রেন নিয়ে আসা হবে। দেশে ৬০ লক্ষ নতুন চাকরির ব্যবস্থা করা হবে। সরকারের কাছে ৩০ লক্ষ অতিরিক্ত চাকরি দেওযার ক্ষমতা রয়েছে।
অর্থমন্ত্রী বলেছেন, ‘বিনিয়োগ টানাই সরকারের লক্ষ্য। ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে’
অর্থমন্ত্রী বলেছেন, ‘জোর দেওয়া হবে পরিকাঠামো নির্মাণে। পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান চালু হচ্ছে। শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের আইপিও। পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ
সীতারামন বলেছেন, ‘গতবছরে যে প্রতিকূল পরিবেশ ছিল এবছরও তা বজায় আছে। আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি। ন্যাশনাল ব্যাঙ্ক ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের অর্থনীতি এখন মাল্টিপ্লায়ার এফেক্টের সুফল পাচ্ছে। আমরা পরিকাঠামো নির্মাণের ওপর বিশেষভাবে জোর দেব। আমরা উত্পাদনশীলতা বাড়ানোয় জোর দিচ্ছি’
‘মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করেছি’, বললেন নির্মলা সীতারামন
অর্থমন্ত্রী বলেছেন, ‘ভারত ১০০ বছরে কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন। বাজেটে তা থাকবে। এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে।
‘আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি।’
‘অতিমারীর কারণে যাঁরা অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা’, শুরুতেই বললেন অর্থমন্ত্রী
সংসদে বাজেট ভাষণ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চতুর্থবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ
গতবারের মতো এবারও পেপারলেস বাজেট। খুবই কম প্রতিলিপি ছাপা হয়েছে। অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশের সময় ট্যাবে তাঁর বাজেট ভাষণ পড়বেন।
বাজেট নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক শুরু। এই বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদিত হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংসদ ভবনে চলে এসেছেন। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও
বাজেটের আগে রিয়েলিটি, আবাসন, ফিনান্স শেয়ারে তেজিভাব দেখা যাচ্ছে। সেনসেক্স প্রায় ৮০০ পয়েন্ট বাড়ল। এখন প্রায় ৭৮৮ পয়েন্ট বেড়ে লেনদেন হচ্ছে।
রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
বাজেট পেশের আগে তেজি শেয়ার বাজার। সেনসেক্স বাড়ল প্রায় সাড়ে ছয়শ পয়েন্ট। নিফটিও বাজার খোলার সময় ৩০০-র বেশি পয়েন্ট বেড়েছে।
অর্থমন্ত্রকের অফিসে থেকে বেরোলেন নির্মলা সীতারামন। সেখান থেকে যাবেন রাষ্ট্রপতি ভবনে।
অর্থ দফতরের প্রতিমন্ত্রী ভাগবত করাড পৌঁছলেন অর্থমন্ত্রকে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, সীতারান সমস্ত ক্ষেত্রে প্রয়োজন অনুসারে ইনক্লুসিভ বাজেট পেশ করবেন। এতে সবার লাভ হবে।
বাজেট পেশ করতে অর্থমন্ত্রকে নির্মলা। প্রথামাফিক রাষ্ট্রপতির থেকে মঞ্জুরি নিয়ে মন্ত্রিসভায় বাজেট অনুমোদন করিয়ে লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আজ সকাল ১১টায় সাধারণ বাজেট। প্রথামাফিক রাষ্ট্রপতির থেকে মঞ্জুরি নিয়ে মন্ত্রিসভায় বাজেট অনুমোদন করিয়ে লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
করোনাকালে এবারও পেপারলেস বাজেট। মূল্যবৃদ্ধির চাপ সামলানোই চ্যালেঞ্জ নির্মলার। বাড়বে কি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? কমবে কি গৃহঋণে সুদ? প্রত্যাশায় সাধারণ মানুষ।
১১টায় সংসদে বাজেট পেশ হবে। করোনাকালে গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। এরপর বাজেটের ওপর প্রধানমন্ত্রীর ভাষণ। বিকেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাজেটের আগে সরকারের আয় বাড়ল। পরপর চার মাস জিএসটি আদায় পেরোল ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার গণ্ডি। জানুয়ারিতে বৃদ্ধির হার ১৫ শতাংশ।
৫ রাজ্যের ভোটের মুখে আজ সকাল ১১টায় সাধারণ বাজেট। পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনাকালে এবারও পেপারলেস।
প্রেক্ষাপট
Union Budget 2022 India LIVE Updates আজ, ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট (Union Budget ) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman ) । এই নিয়ে চতুর্থবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। গত বছর প্রথমবার ‘পেপারলেস’ (Paperles) বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। চিরাচরিত প্রথা অনুযায়ী বহি-খাতা নিয়ে তিনি বাজেট পেশের দিন সংসদে হাজির হন ট্যাব নিয়ে। এবারও তিনি ‘পেপারলেস’ বাজেটই পেশ করবেন বলে জানা গিয়েছে।
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে অধিবেশন। প্রথম পর্যায়ের অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ থেকে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
কোথায়, কীভাবে দেখা যাবে বাজেট?
টিভিতে সরাসরি বাজেট পেশ দেখা যাবে সংসদ টিভিতে। এবিপি আনন্দেও (ABP Ananda) সরাসরি বাজেট পেশ দেখা যাবে। টিভিতে এবিপি আনন্দ চ্যানেল ছাড়াও ইউটিউব, ফেসবুক পেজ, এবিপি লাইভ ওয়েবসাইট (https://bengali.abplive.com/) এবং অ্যাপে লাইভ টিভিতেও সরাসরি দেখা যাবে বাজেট পেশ। এছাড়া বাজেট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি খবর জানা যাবে এবিপি লাইভ অ্যাপ, ওয়েবসাইটে।
গত বছর স্বাধীনতার পর প্রথমবার বাজেটে প্রস্তাবিত ব্যয় বরাদ্দ, রাজস্ব আদায়ের পরিকল্পনা, অর্থবিল, নতুন কর সহ বাজেটের বিস্তারিত বিবরণ ছাপানো হয়নি। সবটাই হয়েছিল ‘পেপারলেস’ পদ্ধতিতে। অর্থমন্ত্রী গত বছরই প্রথমবার বাজেট মোবাইল অ্যাপ চালু করেন। সাংসদ, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ যাতে সহজেই বাজেটের বিস্তারিত তথ্য জানতে পারেন, তার জন্যই এই অ্যাপ চালু করা হয়। এবারও বাজেট অ্যাপের মাধ্যমেই বাজেটের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -