নয়াদিল্লি: ভোট-রাজনীতির প্রভাব যেন বাজেট অধিবেশনে না পড়ে, সংসদ শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। আজ সংসদের বাজেট অধিবেশন (Budget Session) শুরু হয়েছে। অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে সমর্থন ও সহযোগিতার  আর্জি জানিয়েছেন। সেইসঙ্গে সমস্ত বিষয়ে খোলা মনে আলোচনার আশাও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অধিবেশনে আমি সমস্ত সাংসদকেই স্বাগত জানাচ্ছি। 


প্রধানমন্ত্রী বলেছেন, ঘন ঘন নির্বাচনে সংসদের কার্যাবলী ও সভার আলোচনায় প্রভাব ফেলে। আমি সমস্ত সাংসদ ও রাজনৈতিক দলের কাছে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত মতপার্থক্য দূরে সরিয়ে রাখার আর্জি জানাচ্ছি। সাধারণ বাজটের গুরুত্ব আমাদের মতপার্থক্যের সীমারেখাকেও অতিক্রম করে। এই বাজেট অধিবেশন আসন্ন অর্থবর্ষে দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। তাই এই অধিবেশনকে সফল করতে আমাদের একযোগে উদ্যোগ নিতে হবে। 
প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর আশা সাংসদরা খোলা মনে বাজেট আলোচনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশের আর্থিক বৃদ্ধির হার ত্বরাণ্বিত হয়। তিনি বলেছেন, আন্তর্জাতিক পর্বে প্রভাব তৈরির সুযোগের ক্ষেত্রে খোলামনে বাজেট অধিবেশন আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


উল্লেখ্য, আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। এই অধিবেশন চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবল বাজেট অধিবেশন। এরপর প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় পেশ হয় আর্থিক সমীক্ষা রিপোর্ট। কাল সকাল ১১টায় ২০২২-২৩-এর সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।  দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। করোনাকালে দেশের অর্থনীতি চাঙ্গা করতে মোদি সরকার কোন পথে হাঁটে তার উত্তর যেমন এই অধিবেশনে পাওয়া যাবে, তেমনই ২০২২-এ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে কোনও চমক থাকে কিনা, সেটাও দেখার।