নয়াদিল্লি: ঘড়ির কাঁটায় চোখ রেখে বসে রয়েছেন অর্থনীতিবিদরা (Union Budget 2023 India)। কারণ ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজেট পেশ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে, বর্তমান সরকারের অর্থমন্ত্রী হিসেবে শেষ পূর্ণ বাজেট নির্মলার। বাজেট তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। বুধবার সংসদে পেশ করা হবে। বাজেট তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। কিন্তু এই বাজেটে সাধারণ মানুষ কোন কোন মুহূর্তের সাক্ষী হতে পারেন, জেনে নিন (Budget 2023)।


বর্তমান সরকারের অর্থমন্ত্রী হিসেবে শেষ পূর্ণ বাজেট নির্মলার


বাজেট পেশের বিষয়টি একঘেয়ে মনে হলেও, এর মধ্যে যাবতীয় মশলার উপাদান রয়েছে। আগামী অর্থবর্ষের পরিকল্পান হিসেবে তুলে ধরা হলেও, এর সঙ্গেও জড়িয়ে রয়েছে রাজনীতি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণ বাজেটকে নির্বাচনী ইস্তেহার হিসেবে তুলে ধরা হতে পারে। তাতে গত কয়েক বছর ধরে সরকারের কাজের ফিরিস্তি দেওয়ার পাশাপাশি, নতুন প্রতিশ্রুতিও দেওয়া হতে পারে।


এ বছর ভারতে অভ্যন্তরীণ উৎপাদনের হার ৭ শতাংশ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে আগেই। মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সঙ্কটের জেরে যখন ধুঁকছে গোটা দুনিয়া, এই বৃদ্ধি সাহস জোগাবে ভারতকে। তবে রফতানি কমে যাওয়া হতে পারে উদ্বেগের কারণ।


আরও পড়ুন: Budget 2023: বাজেটে কী পাবে আম আদমি ? আজ এই রিপোর্টে থাকবে ইঙ্গিত, কখন-কোথায় দেখতে পারবেন ?


বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের এই সময় ফিক্সড ডিপোজিট নিয়ে আরও সতর্ক হওয়া উচিত। বিশেষ করে টাকার অঙ্ক, জোগান এবং গুণমান, সবদিকেই নজর দিতে হবে। ব্য়াঙ্কের ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করছে, সরকারকে কত ঋণ নিতে হবে, সুদের হারেও তার প্রভাব পড়ে।


আয়করের ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২.৫ থেকে করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ করে দেওয়া হতে পারে। কোন ক্ষেত্রে সরকার করে বিশেষ ছাড় দিচ্ছে এবং কোথায় বেশি কর নিচ্ছে, তা মনে রাখতে হবে। সরকার বেশি টাকা ধার নিলে, বুঝতে হবে, সুদের হার বাড়বে। তাই ঋণগ্রহীতাদের জন্য খারাপ খবর।


প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ ঘোষণা হতে পারে


এ ছাড়াও, প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ ঘোষণা হতে পারে বলে জল্পনা। দেশের তিন বাহিনী, সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর আবেদন জানিয়েছে বলে শোনা যাচ্ছে। বরাদ্দ বাড়ানো হতে পারে পেনশন খাতেও। 'এক ব্যাঙ্ক, এক পেনশন প্রকল্পে'র আওতায় বার্ষিক খরচের বরাদ্দ আরও ৮ হাজার ৪৫০ কোটি রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। তিন বছরের জন্য় এরিয়ার বাবদ বরাদ্দ বাড়িয়ে ২৩ হাজার ৬৩৮ কোটি করা হতে পারে।