Union Budget 2023: আর কিছু সময়ের অপেক্ষা। যৌথ সংসদীয় অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে বাজেট সেশন। আজই দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে অর্থমন্ত্রক। যদিও পরিকল্পনার দিনেই বড় ঝড়ের আশঙ্কা করছে মোদি সরকার। এদিন আদানি ও  বিবিসি সিরিজ নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। 


Budget 2023: আজ কী হবে সংসদে ?
রাষ্ট্রপতির ভাষণের পরে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট সামনে আনবেন অর্থমন্ত্রী।FY2022-23 সালে ভারতীয় অর্থনীতির এই সমীক্ষা রিপোর্টে দেশের জিডিপি মুদ্রাস্ফীতি ছাড়াও মূল অর্থনৈতিক সূচকগুলির ভিত্তিতে থাকবে আগামী দিনের পথ। দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার (CEA) তত্ত্বাবধানে এই অর্থনৈতিক বিষয়ক সমীক্ষা প্রস্তুত করা হয়। সিইএ ভি অনন্ত নাগেশ্বরনের দেখানো পথে এই বছর অর্থনৈতিক সমীক্ষা তৈরি করা হয়েছে।


Indian Budget 2023: কী নিয়ে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি ?
বাজেট অধিবেশনের আগে সোমবারই সর্বদলীয় বৈঠক করেছে সরকার। যেখানে ৩৭টি দলের মধ্য়ে অংশ নিয়েছে ২৭টি দল। রাজধানীর রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, গতকালই সর্বদলীয় বৈঠকে আদানি-হিনডেনবার্গ ও বিবিসি সিরিজ-মোদি প্রসঙ্গে সরব হন বিরোধীরা। যেখানে মোদি সরকারের আমলে বিরোধী দমনের অভিযোগ করেছেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।


সরকারের কাছে বর্ণ ভিত্তিক অর্থনৈতিক জনগণণার কথা বলেছে ওয়াইএসআর কংগ্রেস। দলের নেতা বিজয়সসাই রেড্ডির মতে, বর্তমানে দেশে ৫০ শতাংশ জনতা সমাজ উন্নয়নের সূচক থেকে পিছিয়ে রয়েছেন। বর্ণের ভিত্তিতে জনগণণা হলে দেশের আসল পরিস্থিতি প্রকাশ্যে আসবে। সর্বদলীয় বৈছকে সেই কথাই তুলে ধরেন তিনি। 


Union Budget 2023: আদানি-বিবিসি নিয়ে কে সরব হন ?
বৈঠকে পিছিয়ে থাকেননি তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্তালিন। মূলত, তিনিই আদানি আদানি-হিনডেনবার্গ ও বিবিসি সিরিজ-মোদি প্রসঙ্গে সরব হন। যা শুনে অবশ্য় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, বিরোধীদের যেকোনও বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার। যদিও সংসদীয় নিয়ম মেনেই সেই কাজ করতে হবেষ


Indian Budget 2023: আজই আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হবে সংসদে
প্রতিবারই বাজেট পেশের আগে দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট তুলে ধরে অর্থমন্ত্রক। অতীতের দেশের পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি হয় ভবিষ্যতের রূপরেখা।৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে এই রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণের পরই ২০২৩ সালের দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট তুলে ধরা হবে।


Budget 2023: বাজেটে কী পাবে আম আদমি ? আজ এই রিপোর্টে থাকবে ইঙ্গিত, কখন-কোথায় দেখতে পারবেন ?