কলকাতা: সাধারণ বাজেট কেমন হল? কী কী আশা দেখাল আর্থিক বৃদ্ধিতে? কর্মসংস্থানেই বা কোন দিশা? তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ।
আয়কর নিয়ে প্রতিক্রিয়া:
দীর্ঘদিন পর আয়করে নতুন করে ছাড়ের ঘোষণা করা হল বাজেটে (Union Budget 2023)। তা নিয়ে খুশির হাওয়া সারা দেশে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh)। তিনি বলেন, 'এটা সবার সুবিধা হবে। আয়করে ছাড় দেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে।' চন্দ্রশেখর ঘোষের মতে, যে পরিমাণ অর্থ ট্যাক্স দেওয়া হবে না, তা বাজারে খরচ করা হবে। এর ফলে চাহিদা বাড়বে। বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যানের মতে বাজারে চাহিদা বৃদ্ধির কারণে অর্থনীতিতে (Economy) প্রভাব পড়বে পাশাপাশি আর্থিক বৃদ্ধিতেও প্রভাব পড়বে। তিনি বলেন, 'মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে, ভোগ্যপণ্যের চাহিদা বাড়লে বাজারে আর্থিক বৃদ্ধি হয়।'
কর্মসংস্থানে দিশা:
পরিকাঠামো ক্ষেত্রে বিপুল পরিমাণ বরাদ্দের কথা ঘোষণা হয়েছে। পরিকাঠামো ক্ষেত্রে উন্নতির জন্য জোর দিচ্ছে সরকার। এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রশেখর ঘোষ। এই বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে কর্মসংস্থানও বাড়বে বলে তাঁর মত। পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ, আবাস যোজনা প্রকল্পে বিনিয়োগ ইত্যাদি কারণে কর্মসংস্খান হয় বলে তিনি জানান। চন্দ্রশেখর ঘোষ বলেন, 'এতে শর্ট টার্ম বেনিফিট হয় নিম্নআয়ের লোকজনের। লং টার্ম বেনিফিট দেশের অর্থনীতির।' তবে ক্রয়ক্ষমতা বাড়লে অল্প মুদ্রাস্ফীতিও বাড়ে। যদিও যে কর বাঁচবে তাতে মূলধনী খাতে বিনিয়োগ করতে পারেন অনেকে, মনে করছেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্য়ান।
প্রবীণদের বিনিয়োগ-সুযোগ:
দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে তরুণদের কর্মসংস্থানে জোর, চাকরিজীবীদের কর ছাড়ের পাশাপাশি, প্রবীণ নাগরিকদের কথাও মাথায় রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। আগে যেখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারতেন প্রবীণ নাগরিকরা, এ বার সেই ঊর্ধ্বসীমা বেড়ে দ্বিগুণ হল। এখন থেকে সেখানে রাখা য়াবে ৩০ লক্ষ টাকা। অর্থাৎ ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। পাশাপাশি, পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস-এ একক নামের অ্যাকাউন্ট বা সিঙ্গল অ্যাকাউন্টে সাড়ে ৪ লক্ষ টাকার পরিবর্তে রাখা যাবে ৯ লক্ষ টাকা। জয়েন্ট অ্যাকাউন্টেরও ক্ষেত্রেও ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। আগে যেখানে ৯ লক্ষ টাকা রাখা যেত, এখন থেকে সেই সঞ্চয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা হল।
এই বিষয়ে চন্দ্রশেখর ঘোষ জানান, প্রবীণদের জন্য যে সুবিধা দেওয়া হয়েছে। তাতে তাঁদের ঘর চালাতে, সংসার চালাতে সুবিধা হবে বলে তিনি জানান।
ট্যাক্স কমায় ব্যাঙ্কমুখী?
আয়করে ছাড়ের কারণে ব্যাঙ্কের দিকে মুখ ফেরাতে পারেন নাগরিকরা। মনে করছেন তিনি। গত একবছরে সঞ্চয়ের বৃদ্ধি একটু কম হয়েছে। সেটা বাড়লে Credit Growth বাড়বে, বললেন তিনি।
মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প চালু হবে। ২ লক্ষ টাকা অবধি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন মহিলারা। একে সাধুবাদ জানিয়েছেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্য়ান। তিনি বলেন,'এতে মহিলাদের সঞ্চয়মুখী করতে এবং তাঁদের মূলধন তৈরি করতে সাহায্য করবে। এটা খুব ভাল উদ্য়োগ।'
আরও পড়ুন: 'মধ্যবিত্তদের মনস্কামনা পূরণের জন্য এই বাজেট', অর্থমন্ত্রীকে অভিনন্দন মোদির