কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ ঘোষণা হল দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, "নির্মলাজি যা বলেছেন তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবেন। ব্যক্তিগত ইনকামে ছাড় আছে। অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাও বজায় থাকছে। সার্বিক ভাবে খুশি মানুষ।''  বাজেট পেশের পর মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।


বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Election)। তার আগে পূর্ণাঙ্গ বাজেট (Budget 2023) পেশ হল সংসদে। এরপরই বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বাজেট 'দরিদ্র মানুষের কথা ভেবে তৈরি হয়নি' বলে স্পষ্ট অভিযোগ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও (Chandrima Bhattacharya)। বাজেট নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা হবে সেই বিষয়ে কোনও আলোকপাত করা হয়নি। মুদ্রাস্ফীতি যদি এইভাবে হতে থাকে তাহলে এই করের ছাড় দিয়েও মানুষের লাভ হবে না কোনও। নতুন কর কাঠামো হলেও কোনও লাভ হবে না। এটা হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্তের মতো মনে হচ্ছে। কিন্তু যদি ভিতরে গিয়ে ভাবি তাহলে আমরা বুঝব যে মানুষ এর আসল ফলটা কিন্তু পাবেন না।'


পরবর্তী লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হল সংসদে। তাতে করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর তারই সঙ্গে বাজেটে এ যাবৎকালীন সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার নজির গড়লেন তিনি (Nirmala Sitharaman Shortest Budget Speech)। মাত্র ৮৭ মিনিটে ভাষণ শেষ করেন তিনি (Union Budget 2023)। 


কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের হয়ে এই নিয়ে পঞ্চম বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।তবে ৯০ মিনিটও বক্তৃতা টেনে নিয়ে যাননি তিনি। শেষ করে দেন ৮৭ মিনিটেই। গত বার  যদিও ৯২ মিনিট সময় নিয়েছিলেন। এতদিন সেটিই সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ হিসেবে বিবেচিত হতো। ২০২১ সালে বাজেট পেশ করতে গিয়ে ১ ঘণ্টা ৫০ মিনিট টানা ভাষণ দেন। এ বার তার চেয়েও কম সময় নিলেন।


আরও পড়ুন: Mamata Banerjee : তাঁকে বাজেট করতে দিলে কী করতেন, জানালেন মমতা