Union Budget 2024 LIVE : 'কুর্সি বাঁচাও বাজেট', কটাক্ষ রাহুল গান্ধীর

Budget Presentation 2024 Live updates :মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ...

ABP Ananda Last Updated: 23 Jul 2024 05:14 PM
Rahul Gandhi On Union Budget 2024 Live Updates: "কুর্সি বাঁচাও বাজেট", কটাক্ষ রাহুল গান্ধীর

মঙ্গ্লবার ২০২৪-২৫ আর্থিক বর্ষের বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তারপরই একে কটাক্ষ করে "কুর্সি বাঁচাও বাজেট" বলেছেন রাহুল গান্ধী।

Mamata On Union Budget 2024 Live Updates: গরিব বিরোধী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বাজেট, কেন্দ্রকে তোপ মমতার

"গরিব বিরোধী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বাজেট হয়েছে। পাশের রাজ্য সিকিমের জন্য অর্থ বরাদ্দ করা হলেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে।" কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একথাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Opposition On Union Budget 2024 Live Updates: নীতীশ ও চন্দ্রবাবু নায়ডুর জন্য বাজেট হয়েছে, বিজেপিকে তোপ বিরোধীদের

'যো হামারে সাথ, হাম উনকে সাথ' নীতি মেনে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ড়ুর জন্য বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদির সরকার। তোপ দেগে দাবি বিরোধীদের।

PM Modi on Union Budget 2024 Live Updates: নারী ক্ষমতায়নেও বিশেষ ভূমিকা পালন করবে এই বাজেট, দাবি প্রধানমন্ত্রীর

যুব সমাজের কল্যাণে এই বাজেট নতুন দিশা দেখাবে। পিছিয়ে পড়া সমাজকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য় করবে সরকার। নারী ক্ষমতায়নেও বিশেষ ভূমিকা পালন করবে এই বাজেট। দাবি প্রধানমন্ত্রীর।

Budget 2024 Live Updates: 'কুর্সি বাঁচাও বাজেট', খোঁচা রাহুলের

 এই পরিস্থিতিতে বাজেটকে দিশাহীন বাজেট বলছেন বিরোধীরা। এক্স হ্যান্ডেলে এই বাজেটকে 'কুর্সি বাঁচাও' বাজেট বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

Union Budget 2024 Live Updates : বন্যা নিয়ন্ত্রণে অসম, হিমাচল,অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ

বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ -
বন্যা নিয়ন্ত্রণে অসম, হিমাচল,অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ
বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য

Budget 2024 Live Updates: ছাড় পাওয়া যাবে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে

বাজেটে নতুন কর কাঠামোয় মধ্যবিত্তের কিুছুটা স্বস্তি। অপরিবর্তিত পুরনো কর কাঠামো। ছাড় পাওয়া যাবে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে। 

Union Budget 2024 Live Updates : ফিসকাল ডেফিসিট জিডিপি-র ৪. ৯ শতাংশ

ফিসকাল ডেফিসিট জিডিপি-র ৪. ৯ শতাংশ। আগামী বছরে এই ঘাটতির পরিমাণ আরও ৪.৫ শতাংশ কমানোই সরকারের লক্ষ্য। 

Budget 2024 Live Updates: বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য

বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য --
'কোশী নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প তৈরিতে বিশেষ বরাদ্দ'
কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর । 

Union Budget 2024 Live Updates : নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা

নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা ---
নতুন আয়কর কাঠামোয় ১৭ হাজার ৫০০ টাকা লাভ: কেন্দ্রীয় অর্থমন্ত্রী 
নতুন আয়কর কাঠামো: ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%
নতুন আয়কর কাঠামো: ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%
নতুন আয়কর কাঠামো: ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%
নতুন আয়কর কাঠামো: ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%


 


 

Income Tax Budget Live Updates 2024: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

অপরিবর্তিত রইল আয়কর
'সময়ে TDS না দিলে অপরাধ নয়'
ক্যাপিট্যাল গেইনে ছাড় ১ লক্ষ থেকে বেড়ে ২.২৫ লক্ষ ---
বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা 
আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Income Tax Budget Live Updates 2024: অপরিবর্তিত রইল আয়কর, আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

অপরিবর্তিত রইল আয়কর
'সময়ে TDS না দিলে অপরাধ নয়'
ক্যাপিট্যাল গেইনে ছাড় ১ লক্ষ থেকে বেড়ে ২.২৫ লক্ষ ---
বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা 
আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Union Budget 2024 Live Updates : দাম কমছে সোনা, রূপো, ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তারের

৩টি ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করল কেন্দ্র  
মোবাইল ফোন, চার্জারের একাধিক প্রযুক্তির আমদানি শুল্কে ছাড় 
সোনা, রুপো, প্ল্যাটিনামে ৬.৪% কমল আমদানি শুল্ক 
দাম কমছে সোনা, রূপো, ফোন, সোলার প্যানেল, চামড়াজাত দ্রব্য, বিদ্যুতের তারের
সস্তা হবে লিথিয়াম ব্যাটারি 
তামার আমদানি শুল্ক ৪% কমানোর ঘোষণা বাজেটে
পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক বাড়ল 



---

PMAY Budget 2024 Live Updates: 'প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি দেওয়া হবে'

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও ৫ বছরের জন্য বৃদ্ধির ঘোষণা
'প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি দেওয়া হবে'
'মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে'
কর্মসংস্থানে জোর বাজেটে, প্রথম চাকরির জন্য একাধিক প্রকল্প ঘোষণা 
প্রথম চাকরি: ১ লক্ষ পর্যন্ত বেতনে ৩ দফায় ১৫ হাজার পর্যন্ত দেবে কেন্দ্র
'এই প্রকল্পে উপকৃত হবেন ২ কোটি ১০ লক্ষ'
নতুন কর্মসংস্থান তৈরিতে ৩ হাজার টাকা ইপিএফও-তে ভর্তুকি ঘোষণা 
মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা কেন্দ্রের 
উচ্চশিক্ষার জন্য ৩ শতাংশ সুদে ১০ লক্ষ পর্যন্ত ঋণের ঘোষণা 
১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা
ফর্মাল সেক্টরে প্রথম কাজে ঢুকলেই ১ মাসের মজুরি দেবে কেন্দ্র

Tourism Industry Budget Live Updates: 'ওড়িশার পর্যটন কেন্দ্রগুলির উন্নতিতে সরকার সাহায্য করবে' : অর্থমন্ত্রী

'পর্যটন শিল্প আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ'
'রাজগীরের উষ্ণ প্রস্রবণের উন্নতি করা হবে'
'পর্যটন কেন্দ্র হিসাবে নালন্দার উন্নতি করা হবে'
' ওড়িশার পর্যটন কেন্দ্রগুলির উন্নতিতে সরকার সাহায্য করবে'

Budget 2024 Live Updates: 'অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করা হবে', ঘোষণা অর্থমন্ত্রীর

'বিহারে সেচ এবং বন্যার জন্য মানুষ অসুবিধায় পড়ে '
'এরজন্য ১১হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল'
'কোশী নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প তৈরি করা হল'
'অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করা হবে'
'পর্যটন শিল্প আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ'
'রাজগীরের উষ্ণ প্রসবণের উন্নতি করা হবে'
'পর্যটন কেন্দ্র হিসাবে নালন্দার উন্নতি করা হবে'

Stamp Duty Deduction For Women Budget Live Updates: 'মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে'

'মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে'
'বাড়ির মাথার সোলার এনার্জি তৈরির জন্য আলাদা স্কিম তৈরি করে অর্থ বরাদ্দ করা হবে'
'পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকার এর আগেও অনেক টাকা বিনিয়োগ করেছে'

Urban Development Budget Live Updates: 'শহরের উন্নতির জন্য ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে'

'শহরগুলোকে উন্নতির কেন্দ্র হিসাবে তৈরি করা হবে'
'শহরের উন্নতির জন্য সরকার একটি নীতি গ্রহণ করবে'
'১৪ টি বড় শহর যাদের জনসংখ্যা ৩০ লক্ষের বেশি তাদের জন্য গৃহ তৈরি করা হবে
'শহরের উন্নতির জন্য ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে'

MSME Budget Live Updates: 'এমএসএমই-র জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে'

'এমএসএমই-র জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে'
'১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড এর জন্য তৈরি হচ্ছে'
'সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ন করে ঋণ দেবে'
'আগের ঋণ শোধ করলে তাদের আরও বেশি ঋণ পাওয়ার অধিকার থাকবে'

Highlights Union Budget : '১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'

'১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'
'প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে'
'সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে'
'এর জন্য ছোট ব্যবসায়ী, ভেন্ডার এবং মহিলা উদ্যোগপতিদের সাহায্য় করব'

Budget 2024 Live Updates: 'অন্ধ্রপ্রদেশকে ৫০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে', ঘোষণা অর্থমন্ত্রীর

'অন্ধ্রপ্রদেশকে ৫০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনের আওতায় পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ হবে।' 

Union Budget 2024 Live Updates : 'যাঁরা নতুন কর্মসংস্থান তৈরি করছেন তাঁরা ৩ হাজার টাকা ইপিএফও-তে ভর্তুকি পাবেন' : অর্থমন্ত্রী

'কর্মসংস্থানের জন্য আমরা ৩টি প্রকল্প নিচ্ছি।
'এগুলি ইপিএফও-তে যারা প্রথম শ্রমের বাজারে ঢুকছেন তাদের জন্য'
'একমাসের বেতন তাদের দেওয়া হবে'
'৩টি ইনস্টলমেন্টে ৫০ হাজার টাকা অবধি এক মাসের বেতন দেওয়া হবে'
'এর ফলে ১০ লক্ষ মানুষ উপকৃত হবে'
'যাঁরা নতুন কর্মসংস্থান তৈরি করছেন তাঁরা ৩ হাজার টাকা ইপিএফও-তে ভর্তুকি পাবেন'
'আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন'
'সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে'
'দক্ষতা বাড়ানোর জন্য সরকার ঋণের ব্যবস্থা করবে যাতে সরকারের গ্যারান্টি থাকবে'
'১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যাপারে সরকার সাহায্য করবে দেশের মধ্যে পড়ার জন্য'
'প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে'
'সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে'
'এর জন্য ছোট ব্যবসায়ী, ভেন্ডার এবং মহিলা উদ্যোগপতিদের সাহায্য় করব'
'এক্ষেত্রে বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিকাশের দিকে নজর রাখব'

Agriculture Budget 2024 Live Updates: '১ কোটি কৃষককে ন্যাচরাল ফার্মিং-এ নিয়ে আসা হবে, কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হবে'

' কৃষিতে গবেষণার ওপর জোর দিচ্ছি যাতে উৎপাদশীলতা বাড়ে। সরকার এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই এই গবেষণায় ওপর জোর দেওয়া হবে। ৩২টি হর্টিকালচারাল শস্যের ওপর জোর দেওয়া হবে। ১ কোটি কৃষককে ন্যাচরাল ফার্মিং-এ নিয়ে আসা হবে। আমরা তৈলবীজ, সয়াবীন, চীনেবাদামে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করব। কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হবে। কিষাণ ক্রেডিট কার্ড ৫টি রাজ্যে চালু হবে।' ঘোষণা অর্থমন্ত্রীর।

Union Budget 2024 Live Updates : 'আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব' : অর্থমন্ত্রী

'আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব। আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে।' ঘোষণা অর্থমন্ত্রীর।

Budget 2024 Live Updates: কেন্দ্রীয় বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা

কেন্দ্রীয় বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Union Budget 2024 Live Updates : বাজেটে অনুমোদন প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজেট ২০২৪-এর অনুমোদন দিল। বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী।

Budget 2024 Live Updates: নতুন সংসদ ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বাজেট পেশের আগে মন্ত্রিসভার বৈঠক

নতুন সংসদ ভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় বাজেটে অনুমোদন দেওয়ার পর বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।

Nirmala Sitharaman Live Updates : টানা ৭ বার বাজেট পেশ করে আজ রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমণ

টানা ৭ বার বাজেট পেশ করে আজ রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমণ। সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে রওনা দিয়ে নর্থ ব্লকের পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেন বাজেটের কপি। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ফিরে আসেন মন্ত্রকে। সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেবেন নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে বাজেট অনুমোদনের পর লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করবেন নির্মলা সীতারমণ। বাজেটের জন্য আজ একঘণ্টা দেরিতে শুরু হবে রাজ্য়সভার অধিবেশন।

Budget 2024 Live Updates: ক্রিম রঙের শাড়ি পরে সংসদের উদ্দেশে রওনা অর্থমন্ত্রী নির্মলার

ক্রিম রঙের শাড়ি পরে সংসদের উদ্দেশে রওনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। সপ্তম বাজেট পেশ করবেন তিনি। 

Nirmala Sitharaman Live Updates : রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ

আজ সংসদে বাজেট পেশ। রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ।

Budget 2024 Live Updates: সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

টানা ৭ বার বাজেট পেশ করে আজ রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমণ। সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে রওনা দিয়ে নর্থ ব্লকের পৌঁছন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেবেন বাজেটের কপি। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ফিরে আসবেন মন্ত্রকে। সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেবেন নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে বাজেট অনুমোদনের পর লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করবেন নির্মলা সীতারমণ। বাজেটের জন্য আজ একঘণ্টা দেরিতে শুরু হবে রাজ্য়সভার অধিবেশন। 

Union Budget 2024 Live Updates : MSME সেক্টরকে উজ্জীবিত করার ইঙ্গিত দিয়েছেন নির্মলা

দেশের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে MSME-র। এই ক্ষেত্রকে উজ্জীবিত করার ইঙ্গিত দিয়েছেন নির্মলা। ডিফেন্স, ইলেক্ট্রনিক্স ও ইলেক্টিরক ভেহিকল শিল্পে বৃদ্ধির জায়গা রয়েছে MSME-র।

Budget 2024 Live Updates: 'গ্যাস সিলিন্ডারের দাম কমানো উচিত, মহিলাদের অনেক সমস্যায় পড়তে হয়'

'প্রথমত, গ্যাস সিলিন্ডারের দাম কমানো উচিত। এরজন্য মহিলাদের অনেক সমস্যায় পড়তে হয়। মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করা উচিত।' সংবাদ সংস্থা ANI-এর কাছে মন্তব্য রাজ্যের মহিলা কোমল সিংহের।


 





Union Budget 2024 Live Updates : কমবে জিনিসের দাম? মিলবে কর্মসংস্থানের দিশা? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ

কর্মসংস্থান নিয়ে অসন্তোষ। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়করে কি স্বস্তি মিলবে মধ্যবিত্তের। 

Budget 2024 Live Updates: এই বাজেটে দেশবাসীর জন্য় কী মঙ্গল অপেক্ষা করছে ?

মঙ্গলে তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। কিন্তু, এই বাজেটে দেশবাসীর জন্য় কী মঙ্গল অপেক্ষা করছে ? বাজেট এলেই, মধ্য়বিত্ত চাতকের মতো চেয়ে থাকে, যদি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আরেকটু বাড়ে। এবারও তার ব্য়তিক্রম নয়। 

Union Budget 2024 Live Updates : আজ কি চমক থাকবে বাজেটে ? মিলবে কর্মসংস্থানের দিশা ? কমবে জিনিসের দাম ?

আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কি চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।

প্রেক্ষাপট

কলকাতা : আজ ২৩ জুলাই ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেট নিয়ে দেশের চাকরিজীবীদের অনেক প্রত্যাশা রয়েছে। সরকার যদি চাকরিজীবীদের (Budget 2024) কর ছাড় দেন, তাহলে তাঁদের ক্রয় ক্ষমতাও আরও বাড়বে এবং তার ফলে বাজারে টাকার লেনদেনও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর এই কর ছাড়ের (Income Tax Standard Deduction) বিষয়টি সরকার বেশ গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গিয়েছে। অর্থমন্ত্রীর নজরে MSME থাকতে পারে বলেও ইঙ্গিত।


মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কি চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।


ক্রয় ক্ষমতা বাড়বে চাকরিজীবীদের


ভারতের অর্থনৈতিক অগ্রগতি খুব দ্রুত গতিতে হচ্ছে, তবে দেশের চাকরিজীবীদের বেতন বাড়ছে খুব ধীর গতিতে। আর এই কারণেই মধ্যবিত্ত চাকরিজীবীদের নিত্যদিনের খরচ মাথার উপরে উঠে যাচ্ছে। আর তাই অনেক মেপে খরচ করে চলেছেন বেতনভুক এই গোষ্ঠী। এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে আয়করের মত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অন্তর্বর্তীকালীন বাজেটে তিনি আলোচনা করতে চান না। আর তাই এবার পূর্ণাঙ্গ বাজেটেই এই আয়কর নিয়ে কোনও বড় ঘোষণা থাকবে বলে মনে করছেন চাকরিজীবীরা। এবারের বাজেট কি তাঁদের নিত্যদিনের ঊর্ধ্বমুখী খরচের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সহায়তা দেবে ?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.