Share Market Update: অস্থিরতা পিছু ছাড়ছে না ভারতীয় শেয়ার বাজারের। এই সময়ে স্টক কেনা-বেচা কঠিন হয়ে দাঁড়াচ্ছে বিনিয়োগকারীদের কাছে। বাজারের এই ওঠানামা নিয়ে এবার লগ্নিকারীদের পরামর্শ দিল সেন্ট্রাম ব্রোকিং। সংস্থার মতে, এরকম একটা সময়ে বিনিয়োগকারীদের Star Cement ও La Opala RG-র মতো স্টক কেনা উচিত।
Stock Market Tips: সিমেন্ট নির্মাতা স্টার সিমেন্টের ভলিউম বৃদ্ধির পিছনে শিলিগুড়ির দুই নতুন কারখানার উল্লেখ করা হয়েছে পরামর্শে। যেখানে দুই মেট্রিক টন নতুন গ্রাইন্ডিং ইউনিট জুড়তে চলেছে কোম্পানির সঙ্গে। এছাড়াও কোম্পানির আগামী তিন বছরের নতুন পরিকল্পনার মধ্যে 17-18 বিলিয়ন টাকার মূলধন লগ্নির উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই স্টার সিমেন্ট নিয়ে মুখ খুলেছে ব্রোকারেজ কোম্পানি।বাজারের এই পরিস্থিতিতেও স্টার সিমেন্টকে কেনার পরামর্শ দিয়েছে সেন্ট্রাম ব্রোকিং ফার্ম। তাদের মতে, লক্ষ্য মূল্য 118 টাকা রেখেই কিনতে হবে এই সিমেন্টের শেয়ার। বর্তমানে এটি 94 টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে টেবিলওয়্যার প্রস্তুতকারক লা ওপালা আরজি-র জন্য লক্ষ্য মূল্য 520 টাকা রাখা হয়েছে। যার বর্তমান মূল্য প্রায় 396 টাকা।"উভয় প্ল্যান্টে ক্ষমতার ব্যবহার 100 শতাংশ ছিল এই কোম্পানির। Omicron এর কারণে জানুয়ারির শুরুতে কিছু সেল প্রভাবিত হয়েছিল। তা সত্ত্বেও Q4FY22-এ এর চাহিদা আরও বেড়েই চলেছে।
কাপ ও সসার এখন কোম্পানির শীর্ষ লাইনে 25 শতাংশ অবদান রাখছে। বিয়ের মরসুমে এই প্রোডাক্টের চাহিদা বেশি রয়েছে। মূলত দেশীয় বাজারে ক্রেতারা এই প্রোডাক্ট কেনায় এই কোম্পানির পণ্যের চাহিদা বেড়ে গিয়েছে। এদিকে, হাউজিং ফাইন্যান্স কোম্পানি ক্যান ফিন হোমসের শেয়ারের বর্তমান মূল্য 617 টাকায় এসে দাঁড়িয়েছে। দেখলেই বোঝা যাবে এই লট 770 টাকার দিকে যাচ্ছে।
শুধু কেনা নয়, বিক্রির ক্ষেত্রেও পরামর্শ দিয়েছে ব্রোকারেজ সংস্থা। সেই ক্ষেত্রে ওরাল ও পার্সোনাল কেয়ার প্রোডাক্ট প্রস্তুতকারক কোলগেট পালমোলিভ (India) বিক্রির কল দিয়েছে সংস্থা। কম আয় বৃদ্ধির কারণে এই কোম্পানির শেয়ার বিক্রির কথা বলেছে ব্রোকারেজ ফার্ম। গত বছরের দুর্বল আর্থিক ভিত্তির পর প্রতিযোগিতার বাজারে অনেকটাই পিছনে চলে এসেছে কোলগেট।