Business News: চিন্তা বাড়ল বাইজুর (Byju)। সূত্রের খবর, বিদেশি তহবিল আইন বা ফরেন ফান্ড অ্যাক্ট (FEMA) লঙ্ঘনের অভিযোগে এই এডুকেশন (Education) টেক ফার্মকে 9,000 কোটি টাকা দিতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইতিমধ্যেই Byju-এর কাছে এই বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাইজু কর্তৃপক্ষ।
কেন বাইজুর বিরুদ্ধে ইডির ফরমান
ইডি-র সূত্রের মতে, বাইজু 2011 থেকে 2023 সালের মধ্যে প্রায় 28,000 কোটির বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) পেয়েছে। edtech সংস্থা সূত্র জানিয়েছে, বিদেশি সরাসরি বিনিয়োগের খাতে একই সময়ে প্রায় 9,754 কোটি টাকা পেয়েছে কোম্পানি।
খবর নিয়ে কী বলেছে বাইজু
ইতিমধ্যেই এডটেক মেজর তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, কেউ কোম্পানির সঙ্গে এই কোনও যোগাযোগ করেনি। বিবৃতিতে বাইজু মিডিয়া রিপোর্টগুলিকে সম্পূর্ণ অস্বীকার করেছে।
কীভাবে ভারতের শিক্ষা প্রযুক্তির বাজারে প্রবেশ বাইজুর
বাইজু-র মূল সংস্থা থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেড 2011 সালে ইঞ্জিনিয়ার শিক্ষক বাইজু রবীন্দ্রন এবং তাঁর স্ত্রী দিব্যা গোকুলনাথ প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে,এই এডটেক কোম্পানি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনলাইন শিক্ষার প্রোগ্রাম অফার করে৷
ভারতের বাজারে উত্থান কোন পথে
2015 সালে কোম্পানিটি বাইজু'স লার্নিং অ্যাপ চালু করে,যাতে দুরন্ত বৃদ্ দেখা যায়। দু-বছর পর কোম্পানি শিশুদের জন্য একটি ম্যাথ অ্যাপ চালু করেছে। পাশাপাশি অভিভাবকরা কীভাবে বাচ্চাদের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন তার জন্য বানানো হয় আরও একটি অ্যাপ।
দেড় কোটিরও বেশি গ্রাহক বাইজুর
2018 সাল নাগাদ Byju এর 1.5 কোটিরও বেশি ব্যবহারকারী ছিল। কোম্পানি ছোট শহর এবং গ্রামীণ এলাকায় লক্ষ লক্ষ বাড়িতে ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে পৌঁছে গেছে। অ্যাপটির জনপ্রিয়তা কোভিড মহামারীর সময় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। সেই সময় স্কুলগুলি বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের শিক্ষার ডিজিটাল পদ্ধতিতে স্থানান্তরিত হতে হয়েছিল।
Byju’s News Update: এর আগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA)বা বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে অনলাইন শিক্ষা পোর্টাল বাইজু-র সঙ্গে যুক্ত তিন জায়গায় হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বেঙ্গালুরুতে তিনটি জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। এই অভিযানে বাইজু-র প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের এক বার বাইজুর বিরুদ্ধে অভিযোগ ওঠায় কোম্পানির ভাবমূর্তি নিয়ে উঠতে পারে প্রশ্ন।
Gold Price Today: নভেম্বরে আরও বাড়বে সোনার দাম ! আজ কিনলে কততে পাবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI