Layoff News: আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে দেশের বৃহত্তম এডুটেক কোম্পানি বাইজুস। শোনা যাচ্ছে,৫০০ থেকে ১০০০ স্থায়ী কর্মচারীর চাকরি যাবে কোম্পানিতে। এর পিছনে কোম্পানির কম বৃদ্ধির হার ও অর্থনৈতিক অবস্থাকে দায়ী করেছে কর্তৃপক্ষ। বর্তমানে কোম্পানি তার খরচ কমানোর প্রক্রিয়া চালাচ্ছে। যে কারণে এই এডুকেশন টেক কোম্পানির সব বিভাগেই ছাঁটাই হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


Byjus Layoff: কোথায় প্রকাশিত হয়েছে এই খবর
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুসারে, এই ছাঁটাইয়ের প্রভাব বিপণন, বিক্রয়, ব্যবসায়িক উন্নয়ন, পণ্য ও প্রযুক্তি বিভাগে পড়বে। কোম্পানির সাবসিডিয়ারি হোয়াইটহ্যাট জুনিয়রের উপর ছাঁটাইয়ের প্রভাবও দেখা যেতে পারে।


এডুটেক সেক্টর স্টার্টআপ বাইজুসের এর ১.২ বিলিয়ন ডলার মেয়াদি ঋণ নিয়ে তার ঋণদাতাদের সঙ্গে বিরোধ চলছে। সম্প্রতি অনেক ঠিকাদারি শ্রমিক  এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন-গ্রাউন্ড সেলস টিম ছাড়াও তৃতীয় পক্ষের কর্মীরা যেমন Randstad Channelplay এই ছাঁটাইয়ের জন্য প্রভাবিত হয়েছে।


Layoff News:  গত বছরের অক্টোবরে বাইজুস বলেছিল, খরচ কমাতে ২৫০০ কর্মী ছাঁটাই করতে পারে কোম্পানি। ফেব্রুয়ারিতে আরও জানানো হয়েছিল যে ১০০০ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। যার মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্টরাও ছিলেন। যারা ১ কোটি টাকা পর্যন্ত বেতন পেতেন। বাইজু গত কয়েক মাস ধরে কোম্পানির কাজ সুষ্ঠুভাবে চালাতে খরচ কমিয়েছে।


বাইজু একটি অনলাইন এডুকেশন অ্যাপ (অনলাইন শিক্ষাদান অ্যাপ)। যার মাধ্যমে শিশুরা ঘরে বসেই পড়াশোনা করতে পারবে। Byju'স হল একটি অনলাইন শিক্ষার স্টার্টআপ যা আনুষ্ঠানিকভাবে Think and Learn নামে পরিচিত। এই স্টার্টআপটি বাইজু রবীন্দ্রন প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে ৮৯ মিলিয়নেরও বেশি মানুষ Byju অ্যাপ ব্যবহার করেন।


এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট Reddit- এ। সম্প্রতি এই সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম এবং সংবাদসংস্থা অনুসারে Reddit সংস্থা তাদের ওয়ার্কফোর্সের ৫ শতাংশ কমাতে চলেছে। এর ফলে প্রায় ৯০ জন কর্মী একসঙ্গে চাকরি খোয়াতে পারেন। বর্তমানে Reddit সংস্থায় কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার রয়েছে Reddit- এর। সোশ্যাল মিডিয়া মাধ্যম হিসেবে যথেষ্ট জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। Reddit সংস্থার চিফ এক্সিকিউটিভ স্টিভ হাফম্যান এই ছাঁটাইয়ের কথা কর্মীদের জানিয়েছেন। ২০২২ সালের শেষভাগ থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে যারা প্রথম সারিতে রয়েছে, তাদের বেশিরভাগই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় গুগল, অ্যামাজন, মেটা ও অন্যান্য আরও অনেক নামিদামি সংস্থা রয়েছে। এবার এই দলেই নাম জুড়ল Reddit সংস্থার। 


আরও পড়ুন : 7th Pay Commission: ৫০ শতাংশ ছুঁতে চলেছে ডিএ, শীঘ্রই অষ্টম বেতন কমিশন !


Education Loan Information:

Calculate Education Loan EMI