নয়াদিল্লি: বুধবারই বিবৃতি জারি করে মোবাইল গেম পাবজি সহ ১১৮ অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল দেশের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স।
১৫ জুন লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই দুদেশের মধ্যে টানাপড়েন অব্যহত। আগে দু দফায় মোট ১০৬টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কোপ পড়েনি অত্যন্ত জনপ্রিয় মোবাইল গেম পাবজি-তে। বুধবার পাবজি সহ ১১৮ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল। তিনি বলেছেন, ’’চিনকে যোগ্য জবাব দিতে আরও ১১৮টি চিনা মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার ঘোষণা মাইলস্টোন। এটা ভারতের মনোবল বাড়াবে।‘‘
দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব সুরক্ষিত করতে কেন্দ্রের এ ধরনের পদক্ষেপের প্রশংসা করেন খান্ডেলওয়াল। তিনি জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে পাবজি মোবাইল গেম। এই প্রজন্মের অনেকে পাবজি খেলতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছে, যা আখেরে তাদের কেরিয়ারের ক্ষতি করছে।
চিন বিরোধিতার সুর চড়িয়ে খাণ্ডেলওয়াল জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি লিখে ১৪ আগস্ট কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স জানিয়েছিল, আরও চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করুক কেন্দ্র।