Maruti Cars: ইন্দোনেশিয়ার বাজারে সম্প্রতি দেখা গিয়েছে মারুতির বহু প্রতীক্ষিত মডেল জিমনি (Maruti Suzuki Jimni)।  অটো ব্লগারদের ধারণা,শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই মডেল। তবে দেশের বাজারে ৫ দরজার জিমনি আসবে বলে খবর। 


Maruti Suzuki Jimny: কেমন দেখতে হবে গাড়ি ?
বিশ্ববাজারে ইতিমধ্যেই  জিমনির মতো ৩ দরজার সংস্করণ রয়েছে৷  অসাধারণ দেখতে এই গাড়ির বিশ্ববাজারে অফরোডার হিসাবে একটা চাহিদা রয়েছে। এতে একটি রাগেড গ্রিল ডিজাইন ছাড়াও গোল হেডল্যাম্প রয়েছে।  এটি কোনওভাবেই সাধারণ কমপ্যাক্ট এসইউভি নয়। আদতে এটি একটি অফরোডার ।  এতে '2WD-High', '4WD-High' এবং '4WD-Low'মোড রয়েছে।  অ্যাপ্রোচ/ডিপার্চার/ব্রেকওভার অ্যাঙ্গেল-সহ ২১০ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। যা আসলে ব্যয়বহুল অফ-রোডারের চেয়ে ভাল অপশন দেয়। ছোট আকার হওয়া সত্ত্বেও  দুর্দান্ত অফরোডার হিসাবে এর পরিচিতি রয়েছে বাজারে।


Maruti Jimny 5-door: কবে আসতে পারে ভারতে ?
অতীতে বার বার আশা জাগিয়েও এই গাড়ির বিষয়ে হতাশ করেছে মারুতি (Maruti)। কদিন আগেও মারুতির টিজারে অফরোডার জিমনির ইঙ্গিত পেয়েছিল দেশ। যদিও শেষপর্যন্ত মারুতি জানিয়ে দেয়, টিজারে দেখানো গাড়ি আসলে এসক্রসের নতুন সংস্করণ, সেটি মারুতি জিমনি (Maruti Jimny) নয়। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই দেশের রাস্তায় দেখা যেতে পারে পাঁচ দরজার মারুতি জিমনি।


Maruti Jimny: জিমনি তৈরি হয় ভারতেই 
ভারতের মারুতির কারখানা থেকেই বিদেশের মাটিতে রফতানি করা হয় জিমনি। যদিও ভারতের বরাতে জোটে না এই অফরোডার। তবে বিদেশের মাটিতে জিমনির তিন দরজার গাড়ি দেখতে পারবেন আপনি। পুরোনো ৪-স্পিড অটোমেটিক অথবা ৫-স্পিড ম্যানুয়ালে বিক্রি হয় গাড়ি। অটো সাইটগুলির মতে, ভারতের বাজারে ৫ দরজার নতুন জিমনি আনতে চলেছে মারুতি।


Maruti Jimny 5-door: বিশ্ববাজারের থেকে আলাদা ইঞ্জিন হবে গাড়িতে
সূত্রের খবর, দেশের বাজারে হালকা হাইব্রিড ইঞ্জিন-সহ ৫ দরজার গাড়ি আনবে Maruti। পাঁচ দরজার জিমনিতে লম্বা হুইলবেস থাকবে। সামনের ও পিছনের দরজাগুলির জন্য একটি আলাদা ডিজাইন দেবে কোম্পানি। বাইরের মার্কেটের থেকে অনেক বেশি চওড়া হবে এই গাড়ি।  


আরও পড়ুন : Toyota Innova Crysta: ক্রিস্টার ডিজেল মডেল বন্ধ করছে ইনোভা ? এই ঘোষণা করল কোম্পানি