Aadhaar Authentication: সরকারির পর এবার বেসরাকারি কোম্পানিতেও প্রামাণ্য নথি বা যাচাইকরণের জন্য বাধ্যতামূলক করা হতে পারে আধার কার্ড।  সম্প্রতি এই উদ্দ্শ্যে দেশবাসীর কাছে পরমার্শ চেয়েছে ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। আগামী ৫ মে ২০২৩ পর্যন্ত এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন আপনি। বর্তমানে, আধার যাচাইকরণ কেবল কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিসে ব্যবহার করা হয়। তবে নিয়ম পরিবর্তনের পরে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলিও প্রমাণীকরণের জন্য আধার ব্যবহার করবে। 


UIDAI Update: সরকারের উদ্দেশ্য কী ?
এই সিদ্ধান্তের পিছনে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হল মানুষের জীবনকে আরও সহজ করে তোলা।  আধারের পরিষেবাগুলি প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এই কাজ করছে মন্ত্রক। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই খসড়াটি সব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। যারা আধার প্রমাণীকরণ ব্যবহার করতে চায় তাদের এই কাজের বিষয়ে পরামর্শ দিতে বলা হয়েছে, যা পরবর্তীকালে তথ্যপ্রযুক্তি মন্ত্রকে পাঠানো হবে।


Aadhaar Card: আপনি কতক্ষণ পরামর্শ দিতে পারেন?
একটি এনজিওটি এই পরামর্শ ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকে পাঠাবে। এর পাশাপাশি আধার সম্পর্কিত প্রস্তাবিত পরিবর্তনগুলি তথ্য প্রযুক্তি মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষও তাদের পরামর্শ দিতে পারেন এখানে। সব পরামর্শ ৫ মে ২০২৩ পর্যন্ত নেওয়া হবে। এর পরে  পরিবর্তনগুলি ভারতের অনন্য সনাক্তকরণ কর্তৃপক্ষ UIDAI কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


Aadhaar Authentication: আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধার কার্ড আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। স্কুল, কলেজে ভর্তি থেকে শুরু করে যাতায়াত পর্যন্ত সমস্ত কাজের জন্যই আধার প্রয়োজন। এর পাশাপাশি কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে আধার কার্ড থাকা প্রয়োজন। কেন্দ্রীয় সরকার নিয়ম পরিবর্তন করলে এখন বেসরকারি প্রতিষ্ঠানও আধার প্রমাণীকরণ পদ্ধতি ব্যবহার করতে পারবে।


Aadhaar Card Update: আধার-প্যান লিঙ্ক করার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়টি। নতুন করে দুই কার্ড জুড়তে আরও একটি বিকল্প এনেছে সরকার। তা জানলে আপনারই সমস্যা বাড়বে।  


PAN Aadhaar Linking: ৩১ মার্চের পরও বাড়ানো হয়েছে প্যান-আধার লিঙ্কের সময়সীমা। নাগরিকদের স্বার্থে ৩০ জুন পর্যন্ত এই কাজে আরও সময় দিয়েছে সরকার। তবে এই ক্ষেত্রে ফর্মে আনা হয়েছে একটি বিশেষ পরিবর্তন। যা অবশ্যই আপনার নোট করা উচিত। প্যান-আধার লিঙ্ক করার সময় ১০০০ টাকা লেট ফি দেওয়ার আগে অবশ্যই অ্যাসেসমেন্ট ইয়ার (AY) বা মূল্যায়ন বছর নির্বাচন করুন। নতুন করে এই অপশন দিয়েছে আয়কর বিভাগ। এখানে AY আপডেট করেই তবে জরিমানা জমা দিন। 


প্যান-আধার লিঙ্কিং আপডেট


আয়কর বিভাগ এখন AY নির্বাচন করার বিকল্প পরিবর্তন করেছে। ১০০০ টাকার লেট ফি জমার জন্য এখন আপনাকে AY ২৪-২৫ ও Other Receipts  (৫০০) হিসাবে টাকা জমার ধরন নির্বাচন করতে হবে। ঠিক যেমন ৩১ মার্চ ২০২৩ এর আগের সময়সীমার আগে আপনি AY ২৩-২৪ নির্বাচন করছেন।


আরও পড়ুন : Loan Recovery: ঋণের টাকার জন্য হেনস্থা করছে ব্যাঙ্কের এজেন্ট, কী করতে হয় জানেন ?